Saturday, January 3, 2026
Homeপুলিশ সুপার পরিচয়ে চাকরি দেওয়ার নামে তোলাবাজি

পুলিশ সুপার পরিচয়ে চাকরি দেওয়ার নামে তোলাবাজি

কলকাতা: পুলিশ সুপার পরিচয়ে চাকরি দেওয়ার নামে তোলাবাজি। ঘটনাটি ঘটেছে গড়ফা (Garfa) থানা এলাকায়। সূত্রের খবর, ভাড়া বাড়ি থেকে সুস্মিত সেন নামের ভুয়ো পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। নিজেকে আমডাঙ্গা (Aamdanga) থানার পুলিশ বলে দাবি করত সে। উদ্ধার লক্ষাধিক নগদ,বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন। উদ্ধার হয়েছে ভুয়ো আধার কার্ড,ভোটার কার্ড ও সিমকার্ড।

আরও পড়ুন: পুরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

আরও জানা গিয়েছে, গড়ফা এলাকায় নীলবাতি গাড়ি নিয়ে ভুয়ো নামে রনজয় চ্যাটার্জি বলে পুলিশ সুপার পরিচয়ে ঘুরে বেড়াতো। সম্প্রতি আমডাঙ্গা থানায় চাকরির নামে প্রতারনার শিকার এক ব্যক্তি অভিযোগ করেন। তদন্তে নেমে ভোর রাতে গড়ফা এলাকা অভিযুক্তকে গ্রেফতার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে। তার আসল পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করছে আমডাঙা থানার পুলিশ।

দেখুন আরও খবর:

Read More

Latest News