Tuesday, October 28, 2025
Homeনিরাপত্তাবাহিনীর গুলিতে খতম মহিলা মাওবাদী নেত্রীর

নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম মহিলা মাওবাদী নেত্রীর

ওয়েব ডেস্ক: ফের মাওবাদী দমনে অভিযানে বড় সাফল্য। শুক্রবার সকালে ভারতের নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হল এক মহিলা মাওবাদী নেত্রীর (Female Maoist leader)। শুক্রবার সকালে এই অভিযান চালানো হয় ছত্তিশগড়ের কাঁকের জেলায়।

গত জানুয়ারি মাসে থেকেই ছত্তিশগড়ের (Chattishgarh) বিভিন্ন এলাকায় মাওবাদী দমনে অভিযান চলছে। ২০২৬ সালের মার্চ মাসে মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ o ঝাড়খণ্ডের মত মাওবাদী অধ্যুষিত রাজুগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে বর্তমানে ছত্তিশগড় মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি । সেই এলাকা থেকে মাওবাদীদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। সেই অভিযানে ফের বড় সাফল্য।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে হওয়া মামলা খারিজ হাইকোর্টে

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে ছোটেবেথিয়া থানা এলাকায় অভিযান নামে বিএসএফ ও পুলিশের নিরাপত্তা বাহিনী। আগেই খবর মিলেছিল কোত্রী নদীর তীরে জঙ্গলে লুকিয়ে রয়েছে মাওবাদীদের একটি দল। সেইমত শুরু হয় তল্লাশি। পিছু হটার জায়গা না পেয়ে রীতিমত নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় এক মহিলা মাও নেত্রীর। ঘটনাস্থলে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র।

দেখুন অন্য খবর

Read More

Latest News