Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমাত্র ৭০০ টাকায় বিমান সফর! শুরু হচ্ছে ই-বিমানের নয়া পরিষেবা

মাত্র ৭০০ টাকায় বিমান সফর! শুরু হচ্ছে ই-বিমানের নয়া পরিষেবা

ওয়েব ডেস্ক: দিন দিন বিশ্বের নানা দেশে বৈদ্যুতিক গাড়ির চাহিদা হচ্ছে আকাশছোঁয়া। কারণ, জ্বালানি তেলে চালিত গাড়ির থেকে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারের খরচ অনেকাংশে কম। অর্থাৎ, দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে ই-বাইক বা ই-কার বেশি সাশ্রয়ী। কিন্তু জানলে অবাক হবেন যে, এবার সস্তায় আকাশপথে পাড়ি দেওয়ার জন্য চালু হতে চলেছে বৈদ্যুতিক বিমান (Electric Passenger Plane)। অবিশ্বাস্য মনে হলেও, বাস্তবেই পরীক্ষামূলক উড়ানে সফল হল সম্পূর্ণ বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান ‘আলিয়া সিএক্স-৩০০’ (Alia CX300)।

সম্প্রতি, ইস্ট হ্যাম্পটন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে উড়ে পৌঁছেছে এই বৈদ্যুতিক বিমান। মাত্র ৩০–৩৫ মিনিটে ৭০ নটিক্যাল মাইল অর্থাৎ, প্রায় ১৩০ কিমি পথ অতিক্রম করে বিমানটি। জানা গিয়েছে, এই যুগান্তকারী উদ্ভাবনের নেপথ্যে রয়েছে মার্কিন (USA) সংস্থা ‘বেটা টেকনোলজিস’ (Beta Technologies)। তাই যাত্রীবাহী এই ই-বিমানের প্রথম উড়ানের সময় সেখানে উপস্থিত ছিলেন এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও কাইল ক্লার্ক।

আরও পড়ুন: রাকের শর্মার পর তিনিই দ্বিতীয়! কবে মহাকাশে যাচ্ছেন শুভাংশু শুক্লা?

সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য, এই বিমানে মাত্র ৭০০ টাকা খরচে একবার চার্জ দিলে এটি ২৫০ নটিক্যাল মাইল অর্থাৎ, প্রায় ৪৬০ কিমি পর্যন্ত উড়তে সক্ষম। তুলনামূলকভাবে হেলিকপ্টারে একই দূরত্ব অতিক্রম করতে ১৬০ ডলার অর্থাৎ প্রায় ১৩ হাজার টাকা বা তার বেশি খরচ হয়ে থাকে। ফলে এক ধাক্কায় প্রচলিত বিমানের খরচের তুলনায় অনেকটাই সস্তায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে এই বিদ্যুৎচালিত বিমান। জানা গিয়েছে মার্কিন অসামরিক বিমান পরিবহণ দফতরের অনুমোদন পেলে শীঘ্রই যাত্রী পরিবহণে ব্যবহার করা যাবে ‘আলিয়া সিএক্স-৩০০’ বিমানটিকে।

প্রযুক্তি ও পরিবেশপ্রেমী মহলে ইতিমধ্যেই সাড়া ফেলেছে এই সাফল্য। যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়, তাহলে ২০২৫ সালেই দেখা যেতে পারে আকাশে ওড়ার নতুন এক অধ্যায়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News