Sunday, December 28, 2025
Homeরাজস্থানে ঘৃণ্য ঘটনা! ঘুরতে যাওয়ার টোপ দিয়ে বিদেশিনীকে ধর্ষণ

রাজস্থানে ঘৃণ্য ঘটনা! ঘুরতে যাওয়ার টোপ দিয়ে বিদেশিনীকে ধর্ষণ

ওয়েব ডেস্ক: বিজেপি (BJP) শাসিত রাজ্যে ফের ঘৃণ্য ঘটনা। এবার যৌন লালসার শিকার এক বিদেশিনী। রাজস্থানের (Rajasthan) উদয়পুর শহরে এক ফরাসি মহিলা পর্যটককে (French Female Tourist) ধর্ষণের (Rape) অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে পার্টিতে আলাপ হওয়ার পর সেই যুবক তাঁকে শহর ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেন। কিন্তু পরে তাঁকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলেই অভিযোগ ওই বিদেশিনীর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ জুন দিল্লি থেকে উদয়পুরে আসেন ওই ফরাসি পর্যটক। শহরের অম্বামাতা এলাকায় একটি হোটেলে ওঠেন তিনি। সোমবার রাতে টাইগার হিলের কাছে একটি ক্যাফেতে আয়োজিত পার্টিতে যোগ দেন তিনি। সেখানেই এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। কথাবার্তার মাঝেই অভিযুক্ত যুবক উদয়পুরের দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেন। পর্যটক সেই প্রস্তাবে রাজি হয়ে যান।

আরও পড়ুন: বিজেপি শাসিত ওড়িশায় দলিত নিগ্রহ, অর্ধ মুণ্ডন করে হামাগুড়ি, পান করানো হল নর্দমার জল

অভিযোগ, পরের দিন শহর দেখানোর কথা বললেও অভিযুক্ত তাঁকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। ফ্ল্যাটে পৌঁছনোর পরই তিনি কুপ্রস্তাব দেন। তাতে সাড়া না দেওয়ায় জোর করে শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ ওই তরুণীর। পর্যটকের দাবি, তাঁর মোবাইল ফোনে চার্জ না থাকায় তিনি কাউকে ফোন করে সাহায্যও চাইতে পারেননি।

কোনও মতে সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় থানায় পৌঁছন তিনি। সেখানেই লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উদয়পুর পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় ক্যাফেগুলির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

দেখুন আরও খবর: 

Read More

Latest News