Sunday, October 26, 2025
Homeহাতে কাটা মুন্ডু নিয়ে রাস্তায়, চাঞ্চল্য বাসন্তীতে

হাতে কাটা মুন্ডু নিয়ে রাস্তায়, চাঞ্চল্য বাসন্তীতে

ওয়েব ডেস্ক: বাসন্তীতে (Basanti) ভয়ানক কাণ্ড। কাটা মুন্ডু নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক যুবক। শনিবার সকালের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তীর (Basanti) ভরতগড় এলাকায়।

কোনও সিনেমার দৃশ্য নয়, একেবারে রূঢ় বাস্তব। হাতে কাটা মুন্ডু নিয়ে খুলে আম রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল ওই যুবককে। ওই মুন্ডু থেকে অঝোরে ঝড়ে পড়ছে রক্ত। দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার এক যুবক কাটা মুন্ডু নিয়ে সোজা রাস্তা দিয়ে হেঁটে বাসন্তী থানায় পৌঁছায়। যুবকের অন্য হাতে ছিল ধারালো অস্ত্র। তারপরও কোনও হেলদোলও নেই। হাতে কাটা মুন্ডু নিয়ে সোজা থানায় ঢুকে পড়ে ওই যুবক।

আরও পড়ুন: প্রভাব খাটিয়ে তৃণমূল নেতার মেয়ের চাকরি! বিস্ফোরক দাবি সুকান্তর

বাসন্তী থানার পুলিশ গ্রেফতার করেছে ওই যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম বিমল মণ্ডল। জেরায় অভিযুক্ত জানিয়েছে, কাটা মুন্ডুটি তাঁর বৌদি শচী মণ্ডলের। কী কারণে বৌদিকে খুন? কারণ স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে অনুমান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। প্রয়োজনে মনোবিদদের সাহায্য নেওয়া হবে।

এর আগে একই ঘটনার সাক্ষী ছিল দক্ষিণ ২৪ পরগনার নাদিয়ালে। সদ্য ঘটে যাওয়া বাসন্তীর ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News