Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Home‘বহুরূপ’ ছবিতে একাই সাতটি চরিত্রে ইধিকা!

‘বহুরূপ’ ছবিতে একাই সাতটি চরিত্রে ইধিকা!

কলকাতা: প্রকাশ্যে এল ‘বহুরূপ ছবির নতুন পোস্টার। এই পোস্টারে নজর কেড়েছে অভিনেত্রী ইধিকা পালের (Idhika Paul) লুক। সেখানে তাঁকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম এক লুকে। ছোটপর্দায় কাজ দিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন ইধিকা। তারপর সুযোগ পান বড়পর্দায়। কাজ করেছেন একের পর এক সুপারস্টারের সঙ্গে।বর্তমানে দুই বাংলাতেই ইধিকার জনপ্রিয়তা তুঙ্গে। ‘খাদান’ মাতিয়েছিলেন দেবের বিপরীতে।এবার প্রকাশ্যে এল অভিনেত্রীর ‘বহুরূপ ছবির নতুন পোস্টার। সেখানে তাঁকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম এক লুকে। বলে রাখা ভালো এই ছবিতে ইধিকাকে সাতটি রূপে সাতটি চরিত্রে দর্শক দেখতে পাবেন। সোহম চক্রবর্তীর বিপরীতে এই ছবিতে দেখা যাবে নায়িকাকে।

ছবি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে ইধিকা পাল বলেন, “এই ছবি আমার কাছে অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি এরকম চ্যালেঞ্জিং চরিত্র আগে করিনি। সবসময় এমন কিছু করতে চাই, যাতে দর্শকদের আগ্রহ বাড়ে। চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য আমি অনেক প্রস্তুতি নিয়েছি। কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে।”সোহম চক্রবর্তীর সঙ্গে কাজ করেও দারুণ খুশি ইধিকা। তিনি বলেন, “সোহমদার মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তার কাছ থেকেও অনেক শিখেছি।”

আরও পড়ুন:খোলামেলা পোশাকে আবেদনময়ী প্রিয়াঙ্কা

অন্য খবর দেখুন

Read More

Latest News