Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবাংলায় কথা বললেই বাংলাদেশি! ফের ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বাংলায় কথা বললেই বাংলাদেশি! ফের ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

কলকাতা: ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপের তীব্র বিরোধিতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন এনআরসি প্রসঙ্গ নিয়ে বলেন, ‘এটা কি এনআরসি প্রতিষ্ঠা করার কাজ চলছে? এটা এনআরসি-র থেকেও ভয়ঙ্কর…তরুণ, অল্পশিক্ষিত সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হবেন।’

তরুণদের ভোট দিতে বাধা দেওয়ার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। গ্রামবাংলার মানুষের নাম বাদ দিয়ে অন্য রাজ্যের বাসিন্দাদের নাম দিয়ে ভোটার তালিকা ভরানোর লক্ষ্যেই এমন পদক্ষেপ বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য রাজ্যের ক্ষেত্রেও এমনই হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাধারণ মানুষের সুবিধার জন্য নিয়মে পরিবর্তন আনার দাবিও তুলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করল দল

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন,‘১৯৮৭-এর আগে যাঁরা জন্মেছে তাঁরা ভারতের নাগরিক নয়? ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেয়েছিল। তাহলে ১৯৮৭ সাল কোথা থেকে এল? বুঝতে পারছি না আমি…২০০৪ সালই বা কেন এল?’ বাবা-মায়ের জন্মের নথি কী ভাবে মিলবে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মমতার তোপ, ‘বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে, এটা কী নিয়ম…প্রাতিষ্ঠানিক প্রসব তো আগে তো ছিল না। নিজেদেরই জন্ম শংসাপত্র নেই। বাবা-মায়ের কোথা থেকে দেবে?’

দেখুন আরও খবর:

Read More

Latest News