Tuesday, November 11, 2025
Homeকালীগঞ্জে গোষ্ঠী দ্বন্দ্বের জের, মাঝপথেই প্রচার থামালেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

কালীগঞ্জে গোষ্ঠী দ্বন্দ্বের জের, মাঝপথেই প্রচার থামালেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

নদিয়া, সন্তু সাহা: কালীগঞ্জে (Kaligunge) তৃণমূলের (TMC) প্রচার চলাকালীন দুই গোষ্ঠীর বিবাদে চরম উত্তেজনা মারামারি, বন্ধ হয়ে গেল প্রচার। কালীগঞ্জে বিধানসভার (Kaligunge Assemble) হাটগাছা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই এই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার সারার কথা ছিল তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের (Alifa Ahmed) । কিন্তু বসরখোলা এলাকায় ঢোকার পর বিধায়ক বিরোধী গোষ্ঠীর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তথা ব্লক তৃণমূলের সহ সভাপতি গাড়ি থেকে ক্ষণিকের জন্য নেমে যান।

আরও পড়ুন- ভোটে জিততে প্রথম প্রায়োরিটি কী? জানিয়ে দিলেন আলিফা

জানা গিয়েছে, সেই সময় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য আজাদ শেখ প্রচার গাড়িটি সিডিউলের বাইরে অন্য একটি গলিতে নিয়ে যায়। সেই নিয়ে শুরু হয় বচসা। বচসার জেরে চরম উত্তেজনার সৃষ্টি হয় চলে মারামারিও। এরপরই প্রচার বন্ধ করে দেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বাধ্য হয়ে ফিরে যেতে হয় তাঁকে।

উল্লেখ্য প্রয়াত বিধায়ক নাসির আহমেদের সঙ্গে ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। যদিও সকলে একত্রিতভাবে প্রচার শুরু করলেও কিছুটা চলার পরই শুরু হয় দ্বন্দ্ব।

দেখুন আরও খবর-

Read More

Latest News