Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeট্রাম্পের যুদ্ধ বিরতি ঘোষণার পরই এ কী কাণ্ড ঘটাল ইরান?

ট্রাম্পের যুদ্ধ বিরতি ঘোষণার পরই এ কী কাণ্ড ঘটাল ইরান?

ওয়েব ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) যুদ্ধবিরতি ঘোষণাকে বুড়ো আঙুল? সংঘর্ষবিরতির পরেও ইরানে ইজরায়েলি হামলা। তারপর পাল্টা প্রত্যাঘাত করেছে ইজরায়েল। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহরান। বাবোলসরে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে খবর। ফের সংঘর্ষে ইরান-ইজরায়েল (Iran-Israel Ceasefire)। এবার চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ইজরায়েলকে সতর্ক করে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ‘বোমা ফেলো না, বোমা ফেললে যুদ্ধবিরতি লঙ্ঘন হবে।’

ইরানের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল যে, ইজরায়েলের সঙ্গে কোনওরকমের যুদ্ধবিরতির চুক্তি করতে চায়না ইরানি সরকার। অর্থাৎ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘স্বঘোষিত যুদ্ধবিরতি’র প্রস্তাবকে এবার প্রকাশ্যে বুড়ো আঙুল দেখাল খামেনির দেশ। মঙ্গলবার সকাল থেকেই ইজরায়েলে হামলা শুরু করে ইরানি সেনা। মঙ্গলবার তেল আভিভে একাধিক মিসাইল হামলা চালানো হয় ইরানের তরফে যাতে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে ইরানের এই হামলার জবাব দিয়েছে ইজরায়েলও। জানা গিয়েছে, তেহরান লক্ষ্য করে একাধিক মিসাইল ছঁড়েছে ইজরায়েল। অর্থাৎ, আজও যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে।

আরও পড়ুন: “কোনও যুদ্ধবিরতি নয়,” ট্রাম্পের দাবিকে নস্যাৎ করে হুঁশিয়ারি ইরানের

এক বিবৃতিতে ইরান জানিয়েছে, “এখনকার মতো ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনও চুক্তি করা হবে না।” তবে এই প্রথম নয়, ট্রাম্পের শান্তির বার্তা সামনে আসার পরই ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি দাবি করেন, “এখনও যুদ্ধবিরতি নিয়ে কোনও সমঝোতাই হয়নি।” কয়েক ঘণ্টাও টিকল না সংঘর্ষবিরতি। ইরানের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল ইজরায়েল। তাদের অভিযোগ, ইজরায়েলের উত্তর অংশে মিসাইল ছুড়েছে খামেনেইয়ের দেশ। ইজরায়েলে মিসাইল হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে। যদিও, যুদ্ধবিরতির পর হামলা চালানো হয়নি, অভিযোগ উড়িয়ে দাবি করেছিল ইরান। আমাদের প্রত্যাঘাতে কাঁপবে তেহরান,হুঁশিয়ারি দিয়েছিলেন ইজরায়েলের অর্থমন্ত্রী। মধ্যস্থতার কয়েক ঘণ্টার পরেই যুদ্ধবিরতি চুক্তি না মেনে নিক্ষেপ করা হয়েছে ক্ষেপণাস্ত্র, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি আরও দাবি করেছেন, ‘ইজরায়েল এবং ইরান দুই দেশই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।’

ইরানের নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী ন্যাশনাল সিকিয়োরিটি কাউন্সিল জানিয়েছে তারা ইজরায়েলের সঙ্গে সংঘর্ষবিরতির পথে হাঁটছে। ইরানের বিবৃতিতে বলা হয়েছে, জায়নবাদী শত্রু এবং তার সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” একই সঙ্গে বলা হয়েছে, ‘শত্রুর নিষ্ঠুরতা’র সমুচিত জবাব দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরান অবশ্য জানিয়েছে, শত্রুপক্ষ যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে তারাও পাল্টা হামলা চালাবে।

দেখুন ভিডিও

Read More

Latest News