Friday, November 7, 2025
Homeমাঝরাতেই ভেঙে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে লোহার বিম

মাঝরাতেই ভেঙে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে লোহার বিম

কলকাতা: ঘুমোচ্ছিলেন ছাত্রীরা। মাঝরাতে বিপত্তি। ভেঙে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে (Calcutta University Girls’ Hostel) লোহার বিম। জানা গিয়েছে, ওই হস্টেলের ঘরে সেই সময় ঘুমোচ্ছিলেন ৩ ছাত্রী। অল্পের জন্য এদিন রক্ষা পান তাঁরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হস্টেলের ৭৫ জন ছাত্রীকে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস! জানুন আবহাওয়ার আপডেট

অভিযোগ দীর্ঘদিন সংস্কার এবং মেরামতির কাজ হয় না হস্টেলে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তবে হস্টেল কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোনও সুরাহা। তারা জানান, সামনে তাদের পরীক্ষা এই ঘটনা ঘটায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা।

উল্লেখ্য, গতকাল ইঞ্জিনিয়ার এসেছিলেন এবং জানিয়েছেন এই হোটেল খালি করে দেওয়া উচিত। ছাত্রীরা জানছেন তাদের হোস্টেল থেকে জানানো হয়েছে শহর কলকাতায় কলকাতায় ইউনিভার্সিটি’র অন্য হোস্টেলে তাদের স্থানান্তরিত করে দেওয়া হবে, আগামী সপ্তাহের থেকে পরীক্ষা শুরু আর এই সময়ে অন্যত্র স্থানান্তরিত হওয়ায় পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বলে মনে করছেন আবাসিকরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News