Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeরাহার 'খেলার সঙ্গী' কি এবার সময়ের অপেক্ষা? মুখ খুললেন রণ-লিয়া

রাহার ‘খেলার সঙ্গী’ কি এবার সময়ের অপেক্ষা? মুখ খুললেন রণ-লিয়া

ওয়েব ডেস্ক: বলিউডের অন্যতম পাওয়ার কাপল রণবীর-আলিয়া (Ranbir and Alia)। অনুরাগীরা (Followers) ভালোবেসে ডাকেন রণ-লিয়া (Ranlia)। ২০১৮ সালেই নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহর দেন এই জুটি। তারপর সেই প্রেম পরিণতি পায় বিয়েতে। ২০২২ সালের এপ্রিল মাসে বিবাহ বন্ধনে (Marriage) আবদ্ধ হন দুজনে। ঘরোয়া আয়োজনেই মালাবদল সাড়েন নায়ক-নায়িকা। আবার ওই বছরের জুনেই সুখবর দেন যুগলে। নভেম্বরেই আলিয়ার কোলে আসে এক ছোট্ট পরী। রণবীরের মা নিতু কাপুর ভালোবেসে নাতনির নাম রাখেন রাহা (Raha Kapoor)।

ছোট্ট রাহার (Raha) দুষ্টু মিষ্টি হাসি থেকে স্বভাব সবটাই কিন্তু তাঁর মায়ের মতোই। এমনই মনে করেন অনুরাগীরা (Followers)। এবছরের শেষেই তিন বছর পূর্ণ হবে ছোট্ট রাহার। কদিন পরেই স্কুলের গেট ছোঁবে সে। মেয়ে একটু বড় হতেই এবার ফের নতুন সদস্য ঘরে আনার ভাবনা করছেন রণ-লিয়া (Ranlia)। বিয়ের আগে বহু সাক্ষাৎকারে (Interview) নিজের সেই ইচ্ছার কথা জানিয়েছেন নায়িকা। এবার রাহাকে নতুন এক খেলার সঙ্গী উপহার দেওয়ার পরিকল্পনা করছেন দম্পতি। এই জুটির পরিবার পরিকল্পনার সঙ্গে বিরুস্কার মিল থাকলেও, নতুন অতিথিকে নিয়ে একটা অমিল কিন্তু আছেই। কী সেটা? খোদ রণবীরই (Ranbir Kapoor) স্বীকার করেছেন তাঁর বাসনার কথা।

আরও পড়ুন: প্রকাশ্যে শতাব্দী-ঋতাভরীর ‘বাৎসরিক’-এর গা ছমছমে ট্রেলার

কাপুর পরিবারে নতুন অতিথি আসার পর আগের রণবীর (Ranbir Kapoor) আর এখনকার রণবীরের মধ্যে আকাশ পাতাল তফাৎ লক্ষ্য করেছেন আলিয়া (Alia Bhatt)। রাহার নামের উল্কি আঁকা তাঁর শরীরে। এটাই ছিল তাঁর প্রথম উল্কি। সবটাই মেয়েকে ভালোবেসে। এবার দ্বিতীয় উল্কি করার প্ল্যানে অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর মনের বাসনার কথা জানান অভিনেতা। তাঁর কথায়, ‘‘খুব শীঘ্রই দ্বিতীয় উল্কিটা করাব। হয়তো সেটা ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে, কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।’’

রণবীরের মুখে দ্বিতীয় বারও কন্যা সন্তানের কথাই প্রকাশ পেয়েছে। অভিনেতা জানান, ‘‘আমি আশা করব আমাদের দ্বিতীয় সন্তান হলে কন্যাই হবে। কারণ আমি বরাবর কন্যাই চেয়েছি।’’ আলিয়ার (Alia Bhatt) মুখেও দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ শোনা যায়। তবে তাঁদের সুখী সংসারে কবে নতুন খবর আসবে সেই অপেক্ষাতেই এখন অনুরাগীরা।

দেখুন অন্য খবর

Read More

Latest News