Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeশরীরী আবেদনে ঝড় তুললেন জয়া

শরীরী আবেদনে ঝড় তুললেন জয়া

কলকাতা: পঞ্চাশ পেরিয়েও ‘ষোড়শী’ জয়া আহসান (Jaya Ahsan)। শরীরী আবেদনে ঝড় তুললেন অভিনেত্রী। হল্টারনেক পোশাকে থাকে এক অন্যরকম আবেদন। জয়ার নতুন লুক নিয়ে সবসময় ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। এবার হল্টারনেক মনোক্রোম ড্রেসের হট লুকে ইন্সটাগ্রাম মাতাচ্ছেন তিনি। বোল্ড লুক জয়ার (Jaya Ahsan Bold Look) লাস্যময়ীরূপের ছবি দেখে নিন…

সোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পঞ্চাশ পেরিয়েও জয়া যেন ‘ষোড়শী’। তাঁকে’সুইট সিক্সটিন’ বলেও ভুল হবে না।

জয়া যে কোনও পোশাকেই তাঁর অনুরাগীদের মন জয় করে নেন। নীল ব্যাকলেস ড্রেসে শরীরী আবেদনে তন্বীদের মাত দিলেন অভিনেত্রী।

ব্লু ড্রেস, পারফেকট মেকআপ, হেয়ার স্টাইলে জয়া যেন মোহময়ী। নেকলাইনের পেছনে লম্বা রিবন বাঁধা এই নেভি ব্লু স্যাটিন ড্রেসে ব্যাকলেস ডিজাইন দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ভাইরাল ধুরন্ধর, আলাউদ্দিন লুকে রণবীর

বডিকন ড্রেসটির মনোক্রোম লুকে দারুণ মানিয়েছে জয়াকে। হল্টারনেক ড্রেসের বোল্ড লুকটি বেশ সাড়া জাগিয়েছে ইন্সটাগ্রামে

অন্য খবর দেখুন

Read More

Latest News