Sunday, September 14, 2025
বাঙালি কাউন্টডাউন
Home১বছর ৮ মাস বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ছোট্ট উর্জিতা

১বছর ৮ মাস বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ছোট্ট উর্জিতা

নদিয়া: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল উর্জিতা ভট্টাচার্যের। জানা গিয়েছে, রানাঘাট পায়রাডাঙ্গার বাসিন্দা সে। উর্জিতার বয়স ১ বছর ৮ মাস। এই বয়সেই সে তাক লাগিয়ে দিয়েছে সকলের।

উর্জিতার ৫২টি ইংরাজি থেকে বাংলা শব্দ, জেনারেল নলেজের উত্তর, পশু পাখির ১৩ রকমের আওয়াজ নকল করা থেকে শরীরের বিভিন্ন অংশ চিহ্নিত করা, uবিভিন্ন পাখির নাম, বিভিন্ন সবজির নাম , বিভিন্ন পশুর নাম তাঁর ঝরঝরে মুখস্ত। এছাড়াও A টু Z শব্দের ছবি সব কণ্ঠস্থ। এই ছোট বয়সে তার মধ্যে এমন প্রতিভা দেখে হতবাক তাঁর পরিবার থেকে এলাকাবাসীরা। উর্জিতা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আরও অনেক প্রতিভা সম্পন্ন হয়ে উঠবে, আশাবাদী তাঁর বাবা, মা ও পরিবার।

আরও পড়ুন: শনি-রবি বাতিল একাধিক বনগাঁ ও মেইন লাইনের ট্রেন, দেখুন বাতিল ট্রেনের তালিকা

জানা গিয়েছে, উর্জিতার মা স্কুল শিক্ষিকা, বাবাও চাকরি করেন। এই ব্যস্ততার মধ্যেও শিশু কন্যাকে গড়ে তুলছেন এমন প্রতিভাবান। ছোট্ট উর্জিতার মা ব্যস্ত থাকলেও তাঁর ঠাকুমার কাছে অনেকটা সময় কাটে ছোট্ট শিশু কন্যার। উর্জিতার মা শিম্পা পাল ভট্টাচার্য বলেন, আমি আমার কন্যাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। ভবিষ্যতে ওর আরও ভালো হোক এটাই চাই ।

এত কম বয়সে এমন প্রতিভার অধিকারী সে। তার আত্মীয় পরিজনেরাও শিশুকন্যার এমন প্রতিভায় বিস্মিত। অনেকে বিস্ময় শিশু কন্যার এমন প্রতিভা দেখে ভিডিও করে রাখতে উৎসাহিত হয়ে পড়ছে।

দেখুন আরও খবর

Read More

Latest News