কালীরূপে ‘মা’ কাজল, ছবির ট্রেলার গায়ে কাঁটা ধরাবে!

কলকাতা: অশুভ শক্তির বিনাসে কালীরূপে ‘মা’ কাজল ( Kajol)। বৃহস্পতিবার প্রকাশ্যে এল তাঁর আসন্ন ছবি ‘মা’-এর ট্রেলার (Maa Trailer Out)। ছবির ট্রেলার জুড়ে স্পষ্ট রহস্য-রোমাঞ্চে ভরা ভৌতিক গল্প যা ভয় ধরাবে। গ্রামবাংলার জঙ্গলের প্রেক্ষাপটে একেবারে গা ছমছমে ভৌতিক গল্প। কলকাতা এবং শান্তিনিকেতনে এসে এই ছবির শুটিং করেছিলেন কাজল। কিছু দিন আগে ছবির জন্য দক্ষিণেশ্বরে পুজো দিয়েছেন অভিনেত্রী কাজল। ভৌতিক ছবির ঝলক দেখিয়ে গায়ে কাঁটা ধরালেন অভিনেত্রী।

‘মা’ ছবিতে ফুটে উঠবে চন্দ্রপুর নামে এক গাঁয়ের পৌরাণিক কাহিনি। যেখানে, যুগ যুগ ধরে শিশুকন্যা, নাবালিকাদের রক্তে এক শয়তানে শক্তিশালী হয়ে ওঠার কাহিনি প্রচলিত রয়েছে। সেই প্রেক্ষিতেই কাজল জানতে পারে, সেই গ্রামে বিগত তিন, চার মাস ধরেই একের পর এক কন্যাসন্তান উধাও হয়ে যাচ্ছে। তার মেয়েও সেই অসুভ শক্তিরই শিকার। কাজল কি পারবে সেই রহস্যের সমাধান করতে? জানতে হলে অপেক্ষা করতে হবে জুন মাসের ২৭ তারিখ অবধি। ছবির পয়লা ঝলক দেখে বেশ বোঝা যাচ্ছে যে, এই মাতৃশক্তির কথা বলবে। অশুভ শক্তির বিরুদ্ধে মা কাজলের লড়াই নিঃসন্দেহে দর্শকদের নজর কাড়বে। ছবির পরিচালনায় বিশাল ফুরিয়া। ছবিতে কাজলের পাশাপাশি রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে। ২৭ জুন বড় পর্দায় মুক্তি পাবে রহস্য-রোমাঞ্চে ভরা ভৌতিক গল্প ‘মা’। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় মুক্তি পাচ্ছে ‘মা’।

আরও পড়ুন: গৌরী-সুহানার সঙ্গে জন্মদিন পালন আব্রামের, শাহরুখ-আরিয়ান কোথায়!

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

অন্য খবর দেখুন