Monday, December 29, 2025
Homeঅমরনাথ যাত্রা আগে উধমপুরে নিকেশ জঙ্গি

অমরনাথ যাত্রা আগে উধমপুরে নিকেশ জঙ্গি

Listen to this article

ওয়েব ডেস্ক: অমরনাথ (Amarnath) যাত্রা শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। তার আগেই বড়সড় সাফল্য পেল জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার ‘অপারেশন বিহালি’ নামে একটি যৌথ অভিযানে এক জঙ্গিকে খতম করা হয়েছে। সেনার হোয়াইট নাইট কর্পসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে একজন জৈশ-ই-মহম্মদ জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও সেই এলাকায় তল্লাশি অভিযান চলছে।

পুলিশ ও সেনা সূত্রে খবর, উধমপুর জেলার বসন্তগড় এলাকায় লুকিয়ে থাকা কয়েকজন জঙ্গির সন্ধান মেলে। সেই সূত্র ধরেই শুরু হয় অভিযান। যৌথবাহিনী এলাকায় পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। তাতেই মৃত্যু হয় এক জঙ্গির। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই জঙ্গি জৈশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য। আরও তিন জঙ্গি এখনও ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ফলে পুরো এলাকা ঘিরে রেখে চলছে টানা তল্লাশি।

আরও খবর: অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের জন্য একাধিক নয়া নির্দেশিকা, জেনে নিন

এই ঘটনার প্রেক্ষিতে অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আগামী ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে এই বার্ষিক তীর্থযাত্রা। প্রতিবছরের মতো এবারও লক্ষাধিক পুণ্যার্থী অংশ নেবেন এই যাত্রায়। যাত্রাপথে যেন কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা।

পহেলগাম এবং বালতাল – এই দুই পথেই অমরনাথ গুহার উদ্দেশ্যে যাত্রা করেন পুণ্যার্থীরা। এপ্রিল মাসে পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করে। ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে ১৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

চলতি বছর যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। অমরনাথ যাত্রার রুটকে এবার ‘নো ফ্লাই জ়োন’ ঘোষণা করা হয়েছে। জম্মু-কাশ্মীরের লেফ্টেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এদিন স্পষ্টভাবে জানান, অমরনাথ যাত্রার নিরাপত্তার দিকে কড়া নজর রাখা হচ্ছে এবং কোনওরকম ছাড় দেওয়া হবে না।

উল্লেখযোগ্যভাবে, এই অভিযানের সাফল্য একদিকে যেমন জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে বড় ধাক্কা, তেমনই অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে প্রশাসনের সতর্কতার বার্তাও বয়ে আনে।

দেখুন আরও খবর:

Read More

Latest News