রথযাত্রার দিনেই নতুন অতিথির আগমন! শুভেচ্ছায় ভাসছেন মুকেশ-দিব্যা

ওয়েব ডেস্ক: রথযাত্রার (Rath Yatra 2025) দিনেই বড় সুখবর দিলেন ভারতীয় দলের ফাস্ট বোলার মুকেশ কুমার (Mukesh Kumar)। পুণ্য দিনে মুকেশের ঘর আলো করে জন্ম নিল ফুটফুটে এক সন্তান (New Born Baby)। শুক্রবার টিম ইন্ডিয়ার এই তরুণ বোলারের স্ত্রী দিব্যা এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে জানা গিয়েছে। খুশির এই মুহূর্তটিকে একটি আবেগঘন ছবির মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুকেশ।

রথযাত্রার দিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ত্রী ও সদ্যজাত পুত্রের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মুকেশ। ছবিতে দেখা যায়, তিনজনের হাত একসঙ্গে ধরা। ছবির সঙ্গে এই পোস্টের ক্যাপশনে মুকেশ লেখেন, “ছোট্ট একটি হৃদয়ের স্পন্দনের সঙ্গে একটি নতুন অধ্যায়ের শুরু।” এছাড়াও ছবির উপরে লেখা রয়েছে, “আমরা একসাথে ভালোবেসে থেকেছি, এখন আমরা একসাথে আমাদের সন্তানকে জড়িয়ে আছি।” তারপরই নিচে অনুরাগীদের সস্ত্রীক ধন্যবাদ এবং ভালোবাসা জানান মুকেশ।

আরও পড়ুন: মাঝরাতে রুক্মিনীর জন্মদিনের কেক কেটে ‘মেরা হ্যাপি বার্থ ডে’ নাচ! দেব আছে

এই খবরে ক্রিকেট মহল থেকে শুভেচ্ছার ঢল নেমেছে। সূর্যকুমার যাদব, মোহিত শর্মা, নভদীপ সাইনি এবং রিঙ্কু সিং-সহ একাধিক সতীর্থ মুকেশকে বাবা হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও তাঁর হাজার হাজার অনুগামী পোস্টের কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছাবার্তায়।

 

View this post on Instagram

 

A post shared by Mukesh Kumar (@mukeshkumar3924)

উল্লেখ্য, ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি শুরুর আগে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে খেলেছেন মুকেশ কুমার। সেই সিরিজ শেষ করেই দেশে ফিরে আসেন তিনি। আর দেশে ফিরে দেখেন, তাঁর জীবনের সবচেয়ে বড় ‘পিতৃত্বের ইনিংস’ শুরু হতে চলেছে। ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার জীবনের মাঠেও নতুন দায়িত্ব সামলাতে প্রস্তুত মুকেশ কুমার।

দেখুন আরও খবর: