Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeআন্তর্জাতিক যোগ দিবসে পোস্ট প্রধানমন্ত্রী, কী বললেন মোদি

আন্তর্জাতিক যোগ দিবসে পোস্ট প্রধানমন্ত্রী, কী বললেন মোদি

ওয়েব ডেস্ক: পাশে চেনাব রেলব্রিজ (Chenab Rail Bridge)। বিশ্বের সর্বোচ্চ রেলসেতু। বিশ্ব যোগা দিবস (International Yoga Day) তার সামনে ব্যায়াম করলেন কয়েকশো মানুষ। গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে এই দিনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এদিন নিজের এক্স হ্যান্ডেলে লিখছেন, ‘যোগ সবার। গ্রাম থেকে শহর। বিশ্বের প্রত্যেক প্রান্তে মানুষ যোগকে নিজের জীবনের অঙ্গ করে নিয়েছে।’

শনিবার আন্তর্জাতিক যোগ দিবসে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১১তম আন্তর্জাতিক যোগ দিবসে বিশাখাপত্তনমে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যোগে অংশ নেন ৫ লক্ষ মানুষ। আরকে বিচে প্রধানমন্ত্রী ছাড়াও যোগে অংশ নেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং সেই রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। সেখানেই এক অনুষ্ঠানে মানুষের জীবনে যোগের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: আটকে পড়া ভারতীয়দের জন্য বড় সিদ্ধান্ত ইরানের

উল্লেখ্য, ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেন। শনিবার এ নিয়ে বলেন, “১১ বছর পর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে যোগ। ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের জন্য ভারত প্রস্তাব দেওয়ার পরপরই বিশ্বের ১৭৫টি দেশ তা সাদরে গ্রহণ করে।”

চলতি বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল ‘এক পৃথিবী ও এক স্বাস্থ্যের জন্য যোগ’। প্রধানমন্ত্রী বলেন, “যোগ হল জীবনের শৃঙ্খলা। একইসঙ্গে এটা একটা ব্যবস্থা যেটা আমাদের আমি থেকে আমরা করে। আমরা বিচ্ছিন্ন নই, আমরা প্রকৃতির অংশ।”

দেখুন আরও খবর:

Read More

Latest News