Monday, October 6, 2025
spot_img
Homeচীনে যাচ্ছেন রাজনাথ সিং, কী নিয়ে বৈঠক? জানুন বড় আপডেট

চীনে যাচ্ছেন রাজনাথ সিং, কী নিয়ে বৈঠক? জানুন বড় আপডেট

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাতকে (Israel-Iran War) কেন্দ্র করে ইতিমধ্যে বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা। এর মাঝেই চীন সফরে (China Visit) যাচ্ছেন রাজনাথ সিং (Rajnath Singh)। গালওয়ান উপত্যকায় ভারত-চীন রক্তক্ষয়ী সংঘাতের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। জানা গিয়েছে, আগামী ২৫ থেকে ২৭ জুন চীনের কিংদাও শহরে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সদস্য দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক। সেই সম্মেলনে অংশ নিতেই চীন সফরে যাচ্ছেন রাজনাথ।

এই বৈঠকে ভারতের পাশাপাশি উপস্থিত থাকবেন চীন, পাকিস্তান, রাশিয়া, ইরান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান এবং উজবেকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীরাও। তবে শুধুমাত্র আনুষ্ঠানিক অংশগ্রহণ নয়—বিশ্লেষকদের মতে, এই সফর ভারত-চীন সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হতে চলেছে।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে হওয়া মামলা খারিজ হাইকোর্টে

উল্লেখ্য, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষে উভয় দেশের সেনাদের মৃত্যু ও উত্তেজনার আবহে দুই দেশের সম্পর্কে বরফ জমেছিল। দফায় দফায় সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার পর ধীরে ধীরে বরফ গলতে শুরু করে। ডেমচক ও দেপসাং অঞ্চলে মোতায়েন করা সেনা সংখ্যা কমাতে সম্মত হয়েছে দুই দেশ। এই প্রেক্ষিতেই প্রতিরক্ষামন্ত্রীর চীন সফরকে ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল।

সূত্রের খবর, এই সফরে দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসতে পারে বিমান চলাচল পুনরায় শুরু করা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, এবং সীমান্তবর্তী নদীগুলির জলবণ্টন সংক্রান্ত বিষয়। সব মিলিয়ে, সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News