Friday, October 31, 2025
Homeফ্যাশনে পিছিয়ে নেই রশ্মিকাও,অবাক করা শাড়ির দাম!

ফ্যাশনে পিছিয়ে নেই রশ্মিকাও,অবাক করা শাড়ির দাম!

ওয়েব ডেস্ক: অভিনয় জনপ্রিয়তার পাশাপাশি রশ্মিকা মান্দানার(Rashmikla Mandana) ফ্যাশন স্টেটমেন্টও(Fashion Statement) যথেষ্ট নজর কাড়ার মত। বিভিন্ন ফিল্মি অনুষ্ঠানে তিনি যে ধরনের পোশাক পরে উপস্থিত থাকেন তা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। এমনকি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদেও রশ্মিকার পোশাক নিয়ে যথেষ্ট আলোচনা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁকে দেশি লুকে(Deshi Look) দেখা গেল। গোলাপি রঙের শাড়ি পড়েছিলেন ‘পুষ্পা’ অভিনেত্রী। সঙ্গে ছিল ম্যাচিং স্ট্র্যাপি ব্লাউজ। সেই শাড়ির দাম শুনে ভক্তদের চোখ কপালে উঠেছে। জানা যাচ্ছে শাড়িটির দাম নাকি দেড় লক্ষ টাকারও বেশি।


এছাড়াও একটি অনুষ্ঠানে তাকে লাল সিকুইন্ড লেহেঙ্গা(Lehenga) পরতে দেখা গিয়েছিল। যা তার কমনীয়তার পরিচয় দেয়। শাড়ি লেহেঙ্গা ছাড়াও ওয়েস্টার্ন পোশাকেও রশ্মিকা যথেষ্ট স্বাচ্ছন্দ্য অনুভব করেন।
‘সার্চ ইঞ্জিন গুগল’-এ ভারতের জাতীয় ক্রাশ ২০২০ নির্বাচিত হয়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী। আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা’ ছবির সাফল্যের পর এখন তাঁকে সর্বভারতীয় নায়িকা হিসেবে দর্শকরা চেনেন। রাসমিকার পরবর্তী ছবি ‘কুবেরা’। সম্প্রতি এই ছবির সংগীত উদ্বোধন অনুষ্ঠানে নাগার্জুন এবং ধানুশের সঙ্গে মুম্বইতে উপস্থিত ছিলেন রশ্মিকা। যেখানে বর্ষিয়ান অভিনেতা নাগার্জুন রাশ্মিকার ঢালাও প্রশংসা করেন। এই ছবিতে রাশ্মিকার সঙ্গে কাজ যে তিনি যথেষ্ট উপভোগ করেছেন তা জানান।


সাম্প্রতিক এই অনুষ্ঠানেই অনিতা ডোংরের গোলাপি রঙের শাড়ি বেছে নিয়েছিলেন রশ্মিকা।
শাড়িতে মোটিফ, পুঁতির সঙ্গে ফ্লোরাল নকশা। শাড়ির জমিনে বুনো ফুল, ফুলগুলো সুতা দিয়ে তৈরি। পুঁতি, সিকুইন দিয়ে উঁচু করা হয়েছে। শাড়ির সঙ্গে রং মিলিয়ে পাতলা স্ট্র্যাপযুক্ত ব্লাউজ বেছে নিয়েছিলেন, যার মধ্যে মিররের কাজ রয়েছে। পিঙ্কভিলা জানিয়েছে, রাশমিকার পরনের শাড়ির মূল্য ১ লাখ ৬০ হাজার রুপি

Read More

Latest News