Monday, September 8, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবরফ ঘেরা পাহাড়ের কোলে একান্তে সারা

বরফ ঘেরা পাহাড়ের কোলে একান্তে সারা

কলকাতা: তুষার ঘেরা পাহাড়ের মাঝে একান্তে সারা আলি খান (Sara Ali Khan)। অভিনেত্রী জীবনের সেরা কাটাচ্ছেন। পাহাড় ভ্রমণের তার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নয়া অ্যাডভেঞ্চারে সারা, কোথায় চললেন নায়িকা?  কাজের মাঝে সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন সারা আলি খান। নায়িকা ট্রেকিং করতেও ভালোবাসেন। সারা প্রায়ই পাহাড় ভ্রমণে যান এবং তার ছবি ও ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং স্পিতি উপত্যকার মতো বিভিন্ন পার্বত্য অঞ্চলে ট্রেকিং ও প্রকৃতির ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সারাকে কেদারনাথ এবং অমরনাথের মতো তীর্থস্থানগুলিতেও ঘুরতে দেখা গিয়েছে। সারা ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাবে একগুচ্ছ পাহাড়ের ছবি। বরফের চাদরে ঢাকা পাহাড়, তার মাঝে একান্তে নিজের সঙ্গ উপভোগ করছেন নায়িকা। কখনও তাকে কুয়াশায় ঢাকা পাহাড়ি পথে ট্রেক করতেও দেখা গিয়েছে। কোনও ছবিতে দেখা গেল নদীর ধারে পাথরে বসে প্রকৃতি উপভোগ করছেন। পাহাড়ি প্রশান্তিতে ডুব দিয়েছেন সারা।

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

আরও পড়ুন: ফ্রান্সে গিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট মেহজাবীন চৌধুরীর

অন্য খবর দেখুন

Read More

Latest News