Thursday, November 6, 2025
Homeনিজের রেকর্ড নিজেই ভাঙলেন আমির; 'সিতারে জমিন পর' চার দিনে কত আয়...

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আমির; ‘সিতারে জমিন পর’ চার দিনে কত আয় করল জানেন!

ওয়েব ডেস্ক: বেশ কয়েক বছর বলিউড পর্দায় মিস্টার পারফেকশনিস্ট অর্থাৎ আমির খান(Mr. Perfectionist Amir Khan) সাফল্যের স্বাদ পাচ্ছিলেন না। অনেকদিন পর একটা নতুন ছবি ‘সিতারে জমিন পর'(Sitaare Zameen Par) দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। বলা যায় তিনি বাজিমাত করেছেন। ‘সিতারে জমিন পর’ ছবিটি ৯০ কোটি টাকা ব্যয় নাকি তৈরি হয়েছে। চারদিনে এই ছবি বিশ্বব্যাপী ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। লক্ষণীয় যে মুক্তির দ্বিতীয় দিনে ছবির আয় প্রায় ৯০% বৃদ্ধি পেয়েছিল। দর্শকদের মুখে মুখে এই ছবির প্রশংসা শোনা যাচ্ছে। আর তাতেই হল মুখি হচ্ছেন দর্শকরা।
প্রসঙ্গত ছবিতে আমির খানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকরা। এমনকি জাবেদ আক্তার থেকে শুরু করে রিতেশ দেশমুখ,মহেশবাবুর মত তারকারা সোশ্যাল মিডিয়ায় ছবিটির প্রশংসা করেছেন। ছবিটি পরিচালনা করেছেন আরএস প্রসন্ন(R S Prasanna)। আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি টুর্নামেন্টের জন্য দশটি বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাকে বাস্কেটবল ট্রেনিং দিয়ে প্রস্তুত করেন। এটি স্প্যানিশ ছবি ক্যাম্পেওনেসের হিন্দি সংস্করণ।
এই ছবিতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা,আরোশ দত্ত,বেদান্ত শর্মা,আয়ুষ বনশালির মত শিল্পীরা।বিশেষজ্ঞদের মধ্যে আগামী দিনে শিতারে জামিন পার বক্স অফিসে আরো বড় রেকর্ড তৈরি করার জন্য দৌড় শুরু করেছে। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আমির খান! টপকে গেল লাল সিং চাড্ডাকে।
ইতিমধ্যেই ‘ছাবা’,’জাঠ’, ‘সিকান্দার’, ‘স্কাইফোর্স’ এবং ‘হাউস ফুল ৫’, ‘কেশরী ২’ কে বাদ দিলে ‘সিতারে জামিন পর’ এ বছর মুক্তিপ্রাপ্ত সমস্ত ছবির লাইফটাইম কালেকশনকে পিছনে ফেলেছে।
Read More

Latest News