Monday, October 6, 2025
spot_img
Homeস্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

কলকাতা: স্মার্ট মিটার (Smart Meter) নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। স্মার্ট মিটার নিয়ে একাধিক অভিযোগ পৌঁছয় বিদ্যুৎ দফতরে। জোর করে বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যুতের বিল আসছে লাগামছাড়া। ঘরে ঘরে স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া বিদ্যুৎ দফতর বন্ধ রাখলো আপাতত। সরকারি প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাইরে আপাতত কোনও বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে না।

ডিজিট্যাল ইন্ডিয়ায় নয়া সংযোজন স্মার্ট মিটার। সেই স্মাট মিটার নিয়ে বিদ্যুৎ দফতরের ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। বিদ্যুৎ চালিত সামগ্রী চালিয়ে কয়েকগুণ বেশি বিল আসছে। প্রায় সবজেলা থেকে কমবেশি এমন অভিযোগ আসছে। স্মার্ট মিটারের অস্বাভাবিক বিল নিয়ে সোমবারই বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখান হুগলির রবীন্দ্রনগর কালীতলার বাসিন্দারা। তাঁদের দাবি, জোর করে ওই মিটার বসিয়ে দিয়ে যাওয়া হয়েছে, আর তারপরই লাফিয়ে বেড়েছে বিল।হুগলির ব্যান্ডেলের এক পরিবারও কিছুদিন আগেই একই অভিযোগ তুলেছিল। একমাসে ১২ হাজার টাকা বিদ্যুৎ বিল আসায় অভিযোগ তুলেছিল তারাও।সোমবারের পর মঙ্গলবার বারাসতের চাঁপাডালি মোড়ে অবরোধ করে স্থানীয়দের। স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বাড়ছে, অভিযোগ স্থানীয়দের। স্মার্ট মিটার তুলে ফেরাতে হবে ডিজিটাল মিটার, দাবি স্থানীয়দের। বিদ্যুৎ দফতর সূত্রে খবর, প্রায় ১ লক্ষ ৬০ হাজার স্মার্ট মিটার গোটা বাংলা জুড়ে লাগানো হয়েছিল। যার মধ্যে প্রায় ৬৫ শতাংশই লাগানো হয় গৃহস্থ বাড়িতে। বাকি ৩৫ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানে বসানো হয়েছিল।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অধ্যাপক

অন্য খবর দেখুন

Read More

Latest News