Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeফের ডেঙ্গুর আতঙ্ক, কলকাতায় মৃত্যু হল নাবালিকার

ফের ডেঙ্গুর আতঙ্ক, কলকাতায় মৃত্যু হল নাবালিকার

ওয়েবডেস্ক- বর্ষার (Monsoon) মরশুম পড়তে না পড়তেই খাস কলকাতায় (Kolkata) ডেঙ্গুর (Dengue) থাবা। মৃত্যু হল এক নাবালিকার। মৃতার নাম সারণী সেন (Sarani Sen)। দমদম (Dum Dum) পুরসভার (Corporation) ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল সে। সারণী বৈদ্যনাথ গালর্স হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর। মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ জুন থেকে সে অসুস্থ ছিল। তপসিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিল সে। দ্রুত প্লেটলেট কমে যায় তার, শনিবার ভোরে মৃত্যু হয় ওই নাবালিকার।

পরিবারে তরফে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সারণীর। অসুস্থ অবস্থায় সে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে যাওয়ার পর প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো হয়।

অবস্থার অবনতি হতে শুরু করলে, তাঁকে দমদমে  মিউনিসিপালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে তাকে তপসিয়ার একই বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- বাংলার মুখ উজ্জ্বল করলেন জুয়েল, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুকে ঘিরে ফের নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রতি বছর বর্ষার সময় ডেঙ্গুর বাড়বাড়ন্ত নতুন কোনও ঘটনা নয়। ফের সেই ডেঙ্গু থাবা বসালো শহর কলকাতায়।

ডেঙ্গুর উপসর্গগুলির মধ্যে অন্যতম জ্বর, মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা, শরীরে জলের পরিমাণ কমে যাওয়া। পেট খারাপ ও মৃদু জ্বরের উপসর্গ দেখলেও ডেঙ্গুর এনএস-১ কিংবা আইজিএম এলাইজা টেস্ট করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। নিজের বাড়ি এবং আশেপাশের অঞ্চল পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছে পুরসভার তরফ থেকে।

চিকিৎসকদের মতে, ডেঙ্গুর উপসর্গের মধ্যে পেট খারাপ ও মৃদু রক্তক্ষরণ বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News