Monday, October 6, 2025
spot_img
Homeটলিউডে কাজের স্বাধীনতা সংক্রান্ত মামলা, আগামী সপ্তাহে শুনানির সম্ভবনা

টলিউডে কাজের স্বাধীনতা সংক্রান্ত মামলা, আগামী সপ্তাহে শুনানির সম্ভবনা

কলকাতা: টলিউডে (Tollywood Court Case) কাজের স্বাধীনতা সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। টলিউডে কাজের স্বাধীনতা সংক্রান্ত, সুদেষ্ণা রায় এবং অপর এক পরিচালক এর,সিঙ্গেল বেঞ্চে দায়ের আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। রাজ্যের আবেদন, কোন পরিচালক রাজ্যের হয়ে ছবি তৈরি করেন না। প্রত্যেকে স্বাধীন ভাবেই ছবি বানান। সেই ক্ষেত্রে রাজ্যের এখানে কোনও ভূমিকা নেই, তাই হস্তক্ষেপ করতে পারে না রাজ্য। মামলা দায়ের করার অনুমতি দিলও ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে শুনানির সম্ভবনা

প্রসঙ্গত, এর আগে পরিচালক বিদুলা ভট্টাচার্যর দায়ের মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের মামলা দায়ের করেছিলো রাজ্য। সব মামলার শুনানি এক সঙ্গেই হবে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। টলিউডের কিছু পরিচালক ও অভিনেতা ফেডারেশনের নানা নিয়ম বা সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন। তারা মনে করেন, ফেডারেশন তাদের কাজের স্বাধীনতা বা সৃজনশীলতায় হস্তক্ষেপ করছে। পরিচালক বিদুলা ভট্টাচার্য প্রথমে ফেডারেশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যান। পরে তাঁর সঙ্গে আরও ১৪ জন পরিচালক ও অভিনেতা এই মামলায় যোগ দেন। এই মামলাটি টলিউডের শিল্পীদের কাজের স্বাধীনতা, সৃজনশীলতা, এবং ফেডারেশনের নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয় নিয়ে।

আরও পড়ুন: হাইকোর্টের রায়ে স্বস্তিতে শর্মিষ্ঠা পানোলি

দেখুন ভিডিও

Read More

Latest News