Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিকিনি-অনন্যা সঙ্গে কার্তিকের বোতাম খোলা শার্ট! কোন ছবির শুটিং চলছে!

বিকিনি-অনন্যা সঙ্গে কার্তিকের বোতাম খোলা শার্ট! কোন ছবির শুটিং চলছে!

ওয়েব ডেস্ক: অভিনেতা কার্তিক আরিয়ান বলিউডে এখন অন্যতম ব্যস্ত নায়ক। বেশ কয়েকটি কাজ চলছে এখন তার। অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে কার্তিক আরিয়ান(Kartik Aaryan And Ananya Panday) একটি রোমান্টিক কমেডি ছবির শুটিং করছেন।
ছবিটির নাম ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'(Tu Meri Main Tera, Main Tera Tu Meri)। সমীর বিদ্বান পরিচালিত এই ছবি ইউরোপে শুটিং চলছে। সম্প্রতি সেই ছবি দিয়ে একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এছাড়াও অনুরাগ বসুর একটি রোমান্টিক ড্রামা ছবিতে কার্তিকের সঙ্গে দক্ষিণের নায়িকা শ্রীলীলাকে দেখা যাবে।


ভাইরাল নেওয়া কার্তিক- অনন্যার ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধারের একটি ক্যাফেতে কার্তিক প্রবেশ করছেন। অন্যদিকে অনন্যা পান্ডে তার একজন বন্ধুর সঙ্গে বসে আছেন। অনন্যাকে অফ সোল্ডার ওয়ান পিসে দেখা যাচ্ছে। কার্তিক পরে আছেন সাদা ও নেভি ব্লু রঙের লাইনিং যুক্ত শার্ট।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমার আরো কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নীল-হলুদ রঙের বিকিনিতে বসে রয়েছেন অনন্যা পান্ডে।
বোতাম খোলা সাদা রঙের শার্টে কার্তিক। সঙ্গে পরেছেন প্রিন্টেড লোয়ার। ছবিটি ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা। গুঞ্জন সোনা গেছে যে কার্তিক এই ছবির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

Read More

Latest News