Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকার ‘এন্ট্রি’র পর বড় বার্তা রাষ্ট্রপুঞ্জের

মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকার ‘এন্ট্রি’র পর বড় বার্তা রাষ্ট্রপুঞ্জের

ওয়েব ডেস্ক: ইজরায়েল-ইরান যুদ্ধে (Israel-Iran War) অবশেষে এন্ট্রি নিল আমেরিকা (USA)। রবিবার ভোরে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই ঘটনার পর বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। যদিও হামলা ইরানে চালানোর পর শান্তির বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে আমেরিকার এই সামরিক পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাষ্ট্রপুঞ্জের (United Nations) মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস (Antonio Guterres) বলেন, “এমনিতেই সংকটপূর্ণ অঞ্চলে এই ধরনের বলপ্রয়োগ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পক্ষে গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে।”

ইরানের উপর মার্কিন হামলার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে গুতেরেস লেখেন, “আমেরিকার এই হামলা আমাকে গভীরভাবে শঙ্কিত করেছে। পশ্চিম এশিয়া এমনিতেই বিপজ্জনক প্রান্তে দাঁড়িয়ে। এমন অবস্থায় একতরফা বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এই সংঘাত এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শুধু ওই অঞ্চল নয়, সারা বিশ্বের জন্যও এর পরিণাম মারাত্মক হতে পারে।”

আরও পড়ুন: “আরও অনেক টার্গেট বাকি,” ইরানে হামলার পর ফের হুমকি ট্রাম্পের!

মধ্যপ্রাচ্যের উত্তেজনা পরিস্থিতির মাঝে আমেরিকার সামরিক অভিযানে আপাতত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজতে পারে। তাই এই অবস্থায় রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের অনুরোধ, এখনই স্নায়ুযুদ্ধ বন্ধ করে সব পক্ষকে কূটনৈতিক পথে এগোতে হবে। তিনি বলেন, “সামরিক সমাধান বলে কিছু নেই। সামনের দিকে এগনোর একমাত্র রাস্তা কূটনীতি। শান্তিই আমাদের একমাত্র আশা।”

বিশ্বের সমস্ত রাষ্ট্রকে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়ে গুতেরেস বলেন, “আমি রাষ্ট্রপুঞ্জের সমস্ত সদস্যকে অনুরোধ করছি, আপনারা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। এই জটিল সময়ে বিশৃঙ্খলা রুখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তাঁর এই অনুরোধে আদৌ কি ফিরবে শান্তি, নাকি যুদ্ধই হবে শেষ কথা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

দেখুন আরও খবর:

Read More

Latest News