Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeডিএনএ পরীক্ষায় শনাক্ত হল বিজয় রূপাণির দেহ

ডিএনএ পরীক্ষায় শনাক্ত হল বিজয় রূপাণির দেহ

ওয়েব ডেস্ক: অবশেষে শনাক্ত করা গেল গুজরাটের (Gujarat) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণির (Vijay Rupani) দেহ। আমেদাবাদে (Ahmedabad) ভয়াবহ বিমান দুর্ঘটনার তিনদিন পর ডিএনএ পরীক্ষার (DNA Test) মাধ্যমে শনাক্ত করা সম্ভব হল। রবিবার সকাল ১১.১০টার সময় এল ডিএনএ পরীক্ষার ফলাফল। রূপাণির দেহ একটি চার্টার্ড বিমানে আমেদাবাদ থেকে রাজকোট নিয়ে যাওয়া হবে।

১২ জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (এআই১৭১) বিমান আমেদাবাদ বিমানবন্দর (Ahmedabad Airport) থেকে উড়ান দেওয়ার কয়েক মুহূর্ত পড়েই ক্র্যাশ করে। বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রূপাণি সহ ২৪২ ছিলেন। একজন বাদে বাকি সবার মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়।

আরও পড়ুন: কবে মহাকাশে পাড়ি দিচ্ছেন শুভাংশু শুক্লা? জানিয়ে দিল ISRO

মেঘনানগর এলাকার বিজে মেডিক্যাল কলেজের ক্যাম্পাসের একটি আবাসিকে গিয়ে ধাক্কা মারে বিমানটি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং প্রকাণ্ড আগুন জ্বলে ওঠে। মৃত্যু হয় বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়ারও। দুর্ঘটনায় মৃতদের মধ্যে এ পর্যন্ত ৩২ জনের দেহ শনাক্ত করা গিয়েছে, ১৪ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

রূপাণির লন্ডনে যাওয়ার কথা ছিল ১৯ মে, কিন্তু সেই টিকিট তিনি বাতিল করেন। এরপর ৫ জুনের টিকিট কাটেন কিন্তু সেটাও বাতিল হয়ে যায়। অদৃষ্টের পরিহাসে ১২ জুন অভিশপ্ত এআই১৭১ বিমানের টিকিট কাটেন এবং তাতে ওঠেন। বিজনেস ক্লাসে ২ডি সিট নম্বর ছিল তাঁর। জানা গিয়েছে, লন্ডনে স্ত্রী এবং মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রূপাণি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News