Tuesday, September 23, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবৃষ্টিতে ডুলুং নদীর কজওয়ের উপর দিয়ে বইছে জল

বৃষ্টিতে ডুলুং নদীর কজওয়ের উপর দিয়ে বইছে জল

ওয়েব ডেস্ক: বর্ষা ঢুকেছে বঙ্গে। একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। এই পরিস্থিতিতে বেড়েছে বিভিন্ন নদীর জলস্তর। ঝাড়গ্রামের (Jhargram) জামবনি ব্লকের (Jambani Block) চিল্কিগড়ে ডুলুং নদীর (Dulung River) কজওয়ের ওপর দিয়ে বইছে জল। এই অবস্থায় যোগাযোগ বিছিন্ন ৩০ টি গ্রামের। সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা।

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি বঙ্গে। যার ফলে ডুলুং নদীতে বাড়ছে জলের স্রোত। রীতিমত জামবনি ব্লকের চিল্কিগড়ের কজওয়ের উপর দিয়ে বইছে জল। এই পরিস্থিতির জেরে জামবনি ব্লকের সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের চিল্কিগড়, গিধনী সহ প্রায় ২০ – ৩০ টি এলাকায়। সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা।

আরও পড়ুন : ছুটির দিন প্রবল দুর্যোগ! নিম্নচাপের দাপটে ভাসবে ১০ জেলা

এলাকাবাসীদের অভিযোগ, বৃষ্টি হলেই ডুলুং নদীতে বাড়ে জল। যার ফলে চিল্কিগড়ের ওই নদীর উপর থাকা কজওয়েটি জলে ডুবে যায়। যার ফলে জামবনি ব্লকের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিলকিগড়ে ডুলুং নদীর ওপর একটি সেতু নির্মাণের । স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো সেতু নির্মাণ না হাওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন।
দেখুন অন্য খবর :

Read More

Latest News