Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeজামাইষষ্ঠীতে বৃষ্টি হলেও বাড়বে অস্বস্তি! কোন জেলায় কেমন আবহাওয়া?

জামাইষষ্ঠীতে বৃষ্টি হলেও বাড়বে অস্বস্তি! কোন জেলায় কেমন আবহাওয়া?

ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে মেঘালয় দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Forecast) বৃষ্টিপাত কমতে শুরু করলেও কিছু কিছু এলাকায় এখনও বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) রয়ে গিয়েছে। তবে উত্তরবঙ্গে আবহাওয়ার (North Bengal Weather) মারাত্মক অবনতি ঘটেছে। উত্তরের কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হয়েছে সতর্কতা।

জামাইষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আবহাওয়া থাকবে বেশ অস্বস্তিকর (Heat Wave)। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হতে হবে সাধারণ মানুষকে। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ কোনও জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: পাকচর কাণ্ডে নাম জুড়ল কলকাতার! তপসিয়ার হোটেলের নিরাপত্তারক্ষীকে আটক করল NIA

তবে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু তার সঙ্গেই বাড়বে গরম এবং অস্বস্তি। মঙ্গলবার থেকে আবহাওয়া হবে অনেকটাই শুষ্ক। কলকাতা ও আশেপাশের অঞ্চলেও এই সময়ে হালকা বৃষ্টি ছাড়া অন্য কোনও বড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতায় আজকের দিনে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে।

এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা ও দুই দিনাজপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অঞ্চলে আজও জারি রয়েছে কমলা সতর্কতা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News