Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভারতের জয়ে বাধা হবে বৃষ্টি? লিডসের আবহাওয়া কেমন?

ভারতের জয়ে বাধা হবে বৃষ্টি? লিডসের আবহাওয়া কেমন?

স্পোর্টস ডেস্ক: হেডিংলি টেস্টের (Headingley Test) পঞ্চম দিনের খেলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। ম্যাচ দারুণ উত্তেজক জায়গায় দাঁড়িয়ে। জিততে হলে ভারতকে ৯০ ওভারে ১০ উইকেট নিতে হবে। ইংল্যান্ডের চাই ৩৫০ রান। এগিয়ে ভারতই। কিন্তু সমস্যা হল, লিডসে এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা এই টেস্ট ম্যাচ ড্রয়ে পর্যবসিত করতে পারে।

প্রথম চারদিনের খেলায় বড় ব্যাঘাত ঘটাতে পারেনি আবহাওয়া (Weather)। কিন্তু পঞ্চম দিনে বৃষ্টিপাতের সামগ্রিক সম্ভাবনা ৮৪ শতাংশ। ভারতীয় সময় দুপুর ৩.৩০টেয় খেলা। সে সময়ও বৃষ্টির সম্ভাবনা আছে, তবে তা ৪০ শতাংশ। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত গড়ে ৪০-৪৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাবে। সঙ্গে রয়েছে ঘণ্টায় ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

আরও পড়ুন: জয়ের লক্ষ্যে এগিয়ে ভারত, খুব পিছিয়ে নেই বাজবলও!

ইংল্যান্ডে (England) সাধারণত একটানা বৃষ্টি হয় না। টুকরো টুকরো ভাসমান মেঘ আসে কিছুক্ষণ বর্ষণ করে চলে যায়। বৃষ্টি হলে রোদ ওঠে। এরকম আবহাওয়া থাকলে বল নড়াচড়া করবে বেশি পরিমাণে, আর তাতে ভারতের সুবিধা। কিন্তু বেশি বৃষ্টি হলে ইংল্যান্ডের ১০ উইকেট ফেলার সময় পাওয়া যাবে না। ফলে ম্যাচ ড্র হয়ে যেতে পারে।

প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটের (Test Cricket) অন্যতম সেরা বিজ্ঞাপন হয়ে উঠেছে ইংল্যান্ড বনাম ভারত হেডিংলি টেস্ট। চার দিনের খেলা শেষ, তিন রকম ফলাফলই হতে পারে। ম্যাচের যা পরিস্থিতি তাতে ভারতের (India) জেতার সম্ভাবনা সবথেকে বেশি। ইংল্যান্ডের বাজবল (Bazball) কামাল করবে না, একথাও কেউ বুক ঠুকে বলতে পারবে না। ড্র হওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ, তবে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

দেখুন অন্য খবর:

Read More

Latest News