Monday, August 25, 2025
HomeJust Inদিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের গাড়ির উপর হামলা

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের গাড়ির উপর হামলা

ওয়েব ডেস্ক: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের গাড়ির উপর হামলা। আপের অভিযোগ, শনিবার কেজরিওয়ালের কনভয়ে হামলা হয়েছে। নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে এটা ঘটেছে। বিজেপি প্রচারে বিঘ্ন ঘটাতে এই হামলা করেছে। বিজেপি সাংসদ প্রবেশ ভার্মা পাল্টা অভিযোগ করেছেন, কেজরিওয়ালের গাড়ি দুজনকে ধাক্কা দিয়েছে। আপ একটি ভিডিয়ো প্রচার করেছে। যাতে দেখা যাচ্ছে, কেজরিওয়ালের গাড়িতে পাথর ছোড়া হচ্ছে। কালো পতাকা দেখানো হচ্ছে।

নিউদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন কেজরিওয়াল। তাঁর বিরুদ্ধে কংগ্রেস সন্দীপ দীক্ষিতকে দাঁড় করিয়েছে। বিজেপির পক্ষ থেকে ওই কেন্দ্রে প্রবেশ ভার্মা প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন: দাতার হার্ট নিয়ে মেট্রো ছুটল, গ্রিন করিডর করে নজির হায়দরাবাদ মেট্রোয়

এর আগেও কেজরিওয়ালের উপর হামলা হয়েছে একাধিকবার। কেজরিওয়ালের গাড়ি আটকানোর চেষ্টা, লাঠি দিয়ে হামলা হয়। ঘটনায় আাম আদমি পার্টি দিল্লি পুলিশের প্রতি অভিযোগ তোলে, দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারে না। কী করে অন্যকে রক্ষা করবে? নভেম্বর মাসে কেজরিওয়াল তার মুখে লঙ্কার গুঁড়ো ছেটানোর অভিযোগ তুলেছিলেন। দিল্লির সচিবালয়ে যাওয়ার সময় একজন তাঁর পায়ে পড়ার ভান করে আক্রমণ করে। সেসময় তিনি বলেন, দুবছরে আমার উপর চারবার হামলা হয়েছে। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাকে মেরে ফেলতে চেয়েছিল।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News