ওয়েব ডেস্ক: “যে কেউ রায় চ্যালেঞ্জ করার অধিকারী নন। মূল মামলায় সাক্ষ্য দিয়েছেন?” মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের (Sadhvi Pragya Singh Thakur) অভিযোগ-মুক্তির নির্দেশ চ্যালেঞ্জ করা পরিবারগুলির প্রতি মন্তব্য ও প্রশ্ন বোম্বে হাইকোর্টের (Bombay High Court)।
২০০৮ সালের মালেগাঁও (Malegaon) বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পরিবারগুলি বিজেপির সংসদ সদস্য প্রজ্ঞা সিং ঠাকুর সহ অন্যান্যদের অভিযোগ-মুক্তির নির্দেশ চ্যালেঞ্জ করেছে। প্রজ্ঞা-সহ ওই মামলায় অন্যান্য অভিযুক্তদের ২০২২ সালের রায়ে মুক্তি দেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) আদালত।
যে কেউ এসে কোনও একটি রায় চ্যালেঞ্জ করতে পারে না। যদি আপনাদের সন্তান মারা গিয়ে থাকে, তাহলে ওই আদালতের শুনানিতে আপনারা সাক্ষ্য দিয়েছিলেন কি না, সেটা সর্বাগ্রে জানা দরকার। আপনাদের জেরা করা হয়েছিল কি না, তাও জানা প্রয়োজন। বুধবারের মধ্যে আবেদনকারীদের অবস্থান হাইকোর্টে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মাদ্রাসা কমিশন আইন: রায় চ্যালেঞ্জ করে জরিমানা মাদ্রাসার
২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর রমজান মাসে একটি মসজিদের কাছে হওয়া বিস্ফোরণে ছয়জনের মৃত্যু ও ১০০ জনের বেশি আহত হয়। সেই প্রথমবার কোনও হিন্দু উগ্রবাদী গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল ওঠে। যা নিয়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক মাথা চাড়া দেয়। বিস্ফোরণের ব্যবহৃত মোটরসাইকেল প্রজ্ঞার, তার কোন প্রমাণ মেলেনি। মন্তব্যসহ প্রজ্ঞা ও অন্যান্যদের মুক্তির নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, শুরুতে এই মামলার তদন্তভার ছিল মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের হাতে। তদন্তের নেতৃত্বে ছিলেন হেমন্ত কারকারে। যদিও ২৬/১১ মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় তিনি নিহত হন।
দেখুন অন্য খবর: