Sunday, August 24, 2025
HomeScrollপ্রয়াগরাজে বুলডোজ মামলা: সুপ্রিম ভর্ৎসনা, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

প্রয়াগরাজে বুলডোজ মামলা: সুপ্রিম ভর্ৎসনা, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নয়াদিল্লি: প্রয়াগরাজে (Prayagraj) বাড়ি ভাঙার ঘটনায় বাড়ি উত্তরপ্রদেশ প্রশাসনকে (Uttarpradesh) তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বাড়ির মালিকদের প্রত্যেককে ৬ সপ্তাহের মধ্যে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ (Compensation) দিতে সুপ্রিম নির্দেশ।

২০২১ সালে ২৪ ঘন্টার নোটিশে উত্তরপ্রদেশ প্রশাসন প্রয়াগরাজে বেশ কিছু বাড়ি ভেঙে দেয় বলে অভিযোগ। ঘটনাটিকে প্রশাসনিক স্বেচ্ছাচার বলে উল্লেখ করে উত্তরপ্রদেশ সরকার ও প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথোরিটিকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ৬ সপ্তাহের মধ্যে দিতে নির্দেশ বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চের।

অন্যদিকে প্রশাসনের বক্তব্য ছিল, যে জমিতে ওই বাড়িগুলি তৈরি, সেই জমির লিজের মেয়াদ বহু আগেই শেষ হয়ে গিয়েছিল। সেই সূত্রে জমি খালি করার নির্দেশ পালিত না হওয়ায় বাড়িগুলি ভাঙা হয়।

আরও পড়ুন: বিমসটেক বৈঠকে যোগ দিতে এবার ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার রওনা

এমন সওয়ালের পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছিল, যদি এই তথ্য সঠিক হয়, সেক্ষেত্রে মামলাকারীদের ভবিষ্যতে জমি খালি করে দিতে হবে।

শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, এই বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। কীভাবে বাড়িগুলি জোর করে ভেঙে ফেলা হয়েছে। যেভাবে পুরো প্রক্রিয়াটি চালানো হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক। আদালত এই ধরনের প্রক্রিয়া সহ্য করতে পারবে না। সহ্য করলে চলতেই থাকবে।

সুপ্রিম কোর্ট তার অভিমতে জানিয়েছে, উত্তরপ্রদেশে যা ঘটেছে অমানিক ও অবৈধ। ২০২১ সালে আইনের পরোয়া করে যাঁদের বাড়ি ভাঙা হয়েছিল, সেই প্রয়াগরাজের লুকারঞ্জের বাসিন্দা এক আইনজীবী, এক অধ্যাপক এবং দুজন মহিলাকে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে প্রয়াগরাজ প্রশাসনকে।

আদালত সমব্যথী হয়ে জানিয়েছে, এটি খুব দুর্ভাগ্যজনক যেভাবে অবৈধভাবে বাড়ি ভেঙে দেওয়ার কাজ চলেছে। অথচ যারা এই করে চলেছেন, সেইসব জড়িত ব্যক্তিদের বাড়িগুলি পুনর্নির্মাণের কোনও ক্ষমতা নেই।

দেখুন অন্য খবর:

Read More

Latest News