ওয়েব ডেক্স: এবার ত্রস্ত হয়ে উঠবে ভারতের শত্রুরা। চীন (China) ও পাকিস্তানের (Pakistan) মাথায় হাত। ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ড আকাশ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের (Akash Surface 2 Air Missile System) সফল পরীক্ষা করেছে শনিবার।
সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে খবর, ভারতীয় সেনাবাহিনীর চেতক কর্পসের এয়ার ডিফেন্স যোদ্ধারা ওড়িশার গোপালপুর সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে এই নয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আরও পড়ুন: AAP-এর পোস্টারে জায়গা পেলেন ‘অসৎ’ মোদি-রাহুল
সংবাদ সংস্থা আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি দিনে ও রাতে কম উচ্চতায় এবং সর্বোচ্চ রেঞ্জে নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে জড়িত। সঠিক জায়গায় গুলিবর্ষণ, ভারতীয় সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স কোরের অপারেশনাল প্রস্তুতি এবং অত্যাধুনিক ক্ষমতার নজির।
উল্লেখ্য, এই আকাশ মিসাইল সিস্টেমটি স্বনির্ভর ভারত মিশনের প্রচারের জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) দেশীয় ভাবে ডিজাইন করেছে। পাশাপাশি, ভারতেই প্রস্তুত করা হয়েছে এই মিসাইল দেশীয় প্রযুক্তি দিয়ে৷ এই অস্ত্র শত্রু দেশের বিরুদ্ধে লড়াইতে অনেকটাই এগিয়ে থাকবে৷
#WATCH | Air Defence warriors of the Indian Army’s Chetak Corps carried out Akash Missile firing at Gopalpur Seaward Firing Range in Odisha engaging targets both during day and night with accuracy at low altitudes and maximum ranges. The accurate firing exemplifies the… pic.twitter.com/r9egoI3FBP
— ANI (@ANI) January 25, 2025
দেখুন আরও খবর: