ওয়েব ডেস্ক: মুলতানে (Multan Cricket Ground) ইতিহাস সৃষ্টি করলেন পাকিস্তানের (Pakistan) বাঁ-হাতি স্পিনার নোমান আলি (Noman Ali)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালে হ্যাটট্রিক করলেন তিনি। ইনিংসের ১২তম ওভারে আলির বলে পরপর প্যাভিলিয়নে ফিরলেন জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাক এবং কেভিন সিনক্লেয়ার।
১৯৫২ সালে টেস্ট ক্রিকেট (Test Cricket) খেলা শুরু করে পাকিস্তান। বহু কিংবদন্তি স্পিন বোলারের জন্ম দিয়েছে ওয়াঘার ওপারের দেশ। আব্দুল কাদির, সাকলিন মুস্তাক, মুস্তাক আহমেদরা ক্রিকেট মাঠ কাঁপিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত টেস্টে কোনও পাক স্পিনারের হ্যাটট্রিক ছিল না। সেই অভাব পূরণ করলেন নোমান আলি, এবং চিরকালের মতো সে দেশের ক্রিকেটীয় ইতিহাসে জায়গা করে নিলেন।
আরও পড়ুন: চেন্নাইতে খেলবেন শামি? আশঙ্কা অভিষেককে নিয়ে
𝐎𝐧𝐞 𝐢𝐧𝐜𝐫𝐞𝐝𝐢𝐛𝐥𝐞 𝐟𝐞𝐚𝐭! 😍
Hat-trick hero Noman Ali makes history in Multan 🙌#PAKvWI | #RedBallRumble pic.twitter.com/2xRLeYpVXl
— Pakistan Cricket (@TheRealPCB) January 25, 2025
১২তম ওভারে আলি যখন বল করতে আসেন তখন ৩৮ রানে চার উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা। হ্যাটট্রিকের পর ৩৮ রানে সাত উইকেট চলে যায়। লজ্জাজনক ব্যাপার ঘটতেই পারত, তবে শেষের দিকে কিছুটা সামাল দিয়ে ১৫০ পেরল সফরকারী দল। গুদাকেশ মোটি হাফ-সেঞ্চুরি করেছেন।
ট্রেন্ড অনুযায়ী মুলতানে ঘূর্ণি পিচ বানিয়েছে পাকিস্তান। টেস্ট ম্যাচের প্রথম ওভার করতে গেলেন অফস্পিনার সাজিদ খান। তিনি দুই উইকেট পেয়েছেন। হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট নিয়েছেন আলি। কাশিফ আলি এবং আব্রার আহমেদ একটি করে উইকেট পেয়েছেন।
দেখুন অন্য খবর: