ইম্ফল: সুরক্ষা বাহিনীর (Security Forces) যৌথ অভিযানে (Joint Operation) মণিপুরে উদ্ধার বিপুল অস্ত্র এবং বিস্ফোরক। মণিপুরের (Manipur) পাহাড়ি উপত্যকা এলাকায় অভিযান মনিপুর পুলিশ, CRPF , BSF, ITBP এর সমন্বয়ে অভিযানে উদ্ধার হয়েছে ১১৪ টি আগ্নেয়াস্ত্র, IED, গ্রেনেড, বিস্ফোরক পদার্থ (Explosives) ।
মণিপুর পুলিশ কাঙ্গলেইপাক কমিউনিস্ট পার্টি (Manipur Police Kangleipak Communist Party) (কেসিপি) জঙ্গি সংগঠনের দুই ক্যাডারকে গ্রেফতার করেছে, তাদের কাছ থেকেও বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।
মণিপুর জেলার প্রায় ১০ থেকে ১৬টি মণিপুর জেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, আইইডি, গ্রেনেড, বিভিন্ন গোলাবারুদ সহ বহু অস্ত্রভাণ্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ২৪ ঘন্টায় যৌথ অভিযানে সেনাবাহিনী, অসম রাইফেলস, বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং মণিপুর পুলিশ ১১৪টি অস্ত্র, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), গ্রেনেড, বিভিন্ন গোলাবারুদ এবং অন্যান্য যুদ্ধের মতো জিনিসপত্র উদ্ধার করেছে।
বিষ্ণুপুর, সেনাপতি, থৌবাল, জিরিবাম, চান্দেল, চুরাচাঁদ, কাংপোকপি, ইম্ফল পূর্ব ও ইম্ফল পশিম কাকচিংয়ে যৌথ অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনী কাংপোকপি ও টেংনুপাল জেলায় একধিক বাঙ্কার ভেঙে গুড়িয়ে দিয়েছে।
বিষ্ণুপুর জেলার নেপালি বস্তিতে, ভারতীয় সেনা এবং মণিপুর পুলিশের একটি অভিযানের ফলে দুটি কার্বাইন, দুটি পিস্তল, দুটি রাইফেল এবং একটি ইম্প্রোভাইজড মর্টার সহ সাতটি অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চান্দেল জেলায় অভিযান চালিয়ে ৫৫টি আগ্নেয়াস্ত্র, নয়টি ১২-বোরের সিঙ্গেল ব্যারেল রাইফেল, বারোটি মাজল লোডেড রাইফেল, একটি ১২ মিমি সিঙ্গেল বোর শটগান, একটি সিঙ্গেল ব্যারেল রাইফেল, বিভিন্ন ক্যালিবারের ৩২টি ইম্প্রোভাইজড মর্টার, চারটি আইইডি, গ্রেনেড, গোলাবারুদ এবং অন্যান্য যুদ্ধের মতো জিনিসপত্রের ভাণ্ডার।
সেনাপতি জেলায়, অস্ত্র ও গোলাবারুদের গোপন তথ্য পেয়ে, আসাম রাইফেলস, মণিপুর পুলিশ এক যোগে তাপো কুকি এলাকায় একটি যৌথ অভিযান শুরু করে এবং দুটি বোল্ট-অ্যাকশন সিঙ্গেল-ব্যারেল বন্দুক, একটি ডাবল-ব্যারেল বন্দুক এবং একটি ১২ বোরের সিঙ্গেল ব্যারেল রাইফেল সহ চারটি অস্ত্র উদ্ধার করে। চুরাচাঁদপুর জেলার গোথল এলাকা থেকে অসম রাইফেলস এবং মণিপুর পুলিশ ১৫টি অস্ত্র উদ্ধার করেছে।
জনবহুল জিরিবাম জেলার আঁখাসু গ্রামে অসম রাইফেলস এবং মণিপুর পুলিশের যৌথ অভিযানের ফলে নয়টি ইম্প্রোভাইজড মর্টার (পম্পি) উদ্ধার করা হয়েছে। ইম্ফল পূর্ব জেলায়, পৌরবী, সাওমবুং এবং কালিকা এলাকায়, ভারতীয় সেনাবাহিনী এবং মণিপুর পুলিশ অভিযান চালিয়ে ছয়টি অস্ত্র উদ্ধার করেছে। এই অভিযানে অব্যাহত থাকবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার আবেদনের ভিত্তিতে ৬ মার্চ পর্যন্ত পাঁচটি উপত্যকা জেলায় বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি প্রায় ১,০২৩টি অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ সমর্পণ করেছেন।
উল্লেখ্য, ৩ মে, ২০২৩ সাল থেকে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত দাঙ্গার সময় উভয় সম্প্রদায়ের জনতা এবং জঙ্গিরা থানা এবং ফাঁড়ি থেকে ৬,০০০ এরও বেশি বিভিন্ন ধরণের অত্যাধুনিক অস্ত্র এবং লক্ষ লক্ষ বিভিন্ন ধরণের গোলাবারুদ লুট করে নিয়ে যায়।
দেখুন অন্য খবর: