Thursday, August 28, 2025
HomeScrollপাক দমনে সেনার সাংবাদিক বৈঠক শিব তাণ্ডব স্তোত্র দিয়ে শুরু

পাক দমনে সেনার সাংবাদিক বৈঠক শিব তাণ্ডব স্তোত্র দিয়ে শুরু

ওয়েবডেস্ক: শিব তাণ্ডব স্তোত্র দিয়ে শুরু হল ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানদের সাংবাদিক বৈঠক।  পাকিস্তানের ১০০ জঙ্গিকে মারা হয়েছ। জঙ্গিদের শাস্তি দিতেই অপারেশন সিঁদুর (Operation Sindoor)। প্রিসিশন টার্গেট করা হয় পাকিস্তানে। ভারতীয় সেনা বাহিনী কীভাবে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের দুরমুশ করেছে এগুলি সহ তার বর্ণনা দিলেন সেনা আধিকারিকরা। ভারতের সেনা বাহিনীর তরফে অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত জানানো হল রবিবার। জানানো হল অপারেশন সিঁদুরে কী কী ক্ষতি হয়েছে পাকিস্তানের। পাক এয়ারবেস কীভাবে ধ্বংস করা হয়েছে। যুদ্ধ বিরতি ঘোষণার পরেও তা লঙ্ঘন করেছে পাকিস্তান। আজ, এরপর যুদ্ধ বিরতি লঙ্ঘন করলে চরম ব্যবস্থা নেওয়া হবে।

এদিন সেনার তরফে জানিয়ে দেওয়া হল,  ভারতের একমাত্র লক্ষ জঙ্গি দমন , কিন্তু যেভাবে পাক দফার দফায় ভারতের জনবসতি এলাকায় আঘাত হেনেছে, তাই ভারতও পাক এয়ার বেস ধ্বংস করতে বাধ্য হয়। ৭ মে পাক সেনার উপর আঘাত হানেনি ভারত। শুধুমাত্র জঙ্গিদের উপরই আঘাত হানা হয়। এদিন জঙ্গি ঘাঁটি ধ্বংসের ছবি, পাক এয়ার বেস ধ্বংসের ছবি প্রকাশ্যে আনা হয়।

আরও পড়ুন: ভারতের একমাত্র যুদ্ধ জঙ্গিদের সঙ্গে …… সাংবাদিক বৈঠক থেকে বার্তা ভারতীয় সেনার

দেখুন অন্য খবর: 

Read More

Latest News