Thursday, August 28, 2025
HomeScrollউত্তর সিকিমে ভূমিধস! আটক হাজারের বেশি পর্যটক

উত্তর সিকিমে ভূমিধস! আটক হাজারের বেশি পর্যটক

ওয়েব ডেস্ক: ফের সিকিমে (Sikkim) ভূমিধস! যার জেরে সেখানে আটক বহু পর্যটক। শুরু হয়েছে প্রকৃতির খেলা।

সিকিমে (Sikkim) চলছে প্রবল বৃষ্টিপাত (Heavy Rain)। প্রাকৃতিক দুর্যোগের কারণে চুংথাংয়ে প্রায় ২০০ জন পর্যটকের গাড়ি আটকে পড়েছে। যাত্রীরা আশ্রয় নিয়েছেন গুরুদ্বারে।

চুংথাং, রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুন: আইকিউ কমছে, দায়ী কি স্ক্রিন টাইম?

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাচেন-চুংথাং সড়কের মুনশিথাং এবং লাচুং-চুংথাং সড়কের লেমা/বব-এ ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে।

লাগাতার বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে।

কর্মকর্তারা জানাচ্ছেন, জেলা প্রশাসনের সমস্ত ট্যুর অপারেটারদের শুক্রবার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর সিকিমে পর্যটক আনাগোনা বন্ধ করার নির্দেশনামা জারি করা হল।

কর্তৃপক্ষের পক্ষ থেকে, ২৫ এপ্রিল পর্যটকদের উত্তর সিকিমে ভ্রমণের জন্য দেওয়া সমস্ত অনুমতি বাতিল করা হয়েছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News