Monday, August 25, 2025
HomeScrollমহাবীরের আদর্শ অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছে, যার মধ্যে আমিও আছি: মোদি

মহাবীরের আদর্শ অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছে, যার মধ্যে আমিও আছি: মোদি

ওয়েবডেস্ক: মহাবীর জয়ন্তীতে (Mahavir Jayanti) জৈন ধর্মের (Jainism) নীতিমালার প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভগবান মহাবীরের সঙ্গে গভীর আধ্যাত্মিক বন্ধনের আর্কাইভ ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদি বলেন, “ভগবান মহাবীরের আদর্শ অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছে, যার মধ্যে আমিও আছি। তাঁর চিন্তাভাবনা একটি শান্তিপূর্ণ ও করুণাময় গ্রহ গড়ে তোলার পথ দেখায়।”

বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জৈন ধর্মের ২৪তম এবং শেষ “তীর্থঙ্কর” মহাবীরকে তাঁর জন্মবার্ষিকীতে সম্মান জানিয়ে বলেন, যে তাঁর নীতিগুলি বিশ্বব্যাপী অসংখ্য ব্যক্তিকে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন: রোদ থেকে দূরে, ভিটামিন ডি-র অভাবে ভুগছেন পাঁচজনের এক ভারতীয়

মোদি এক্স হ্যান্ডেলে ভগবান মহাবীরের শিক্ষা এবং জৈন সম্প্রদায়ের সঙ্গে তাঁর গভীর আধ্যাত্মিক বন্ধনের একটি আর্কাইভাল ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওটিতে বলা হয়েছে, “”ভগবান মহাবীরের অহিংসা, সত্য এবং করুণার আদর্শ দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত, তাঁর (মোদি) যাত্রায় শ্রদ্ধেয় জৈন মুনিদের সঙ্গে কয়েক দশকের আন্তরিক আলাপচারিতা অন্তর্ভুক্ত রয়েছে। তাদের প্রজ্ঞা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য তার দৃষ্টিভঙ্গিকে অনুপ্রাণিত করে চলেছে।‘

এর আগে, মোদি বলেছিলেন যে তাঁর সরকার শ্রদ্ধেয় পবিত্র ব্যক্তিত্বের লক্ষ্য অর্জনের জন্য নিরন্তর কাজ করবে। তিনি উল্লেখ করেন যে, গত বছর সরকার প্রাকৃতকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে, যা স্বাগত জানানো হয়েছে।

তিনি বলেন, “আমরা সকলেই ভগবান মহাবীরের প্রতি প্রণাম জানাই, যিনি সর্বদা অহিংসা, সত্য এবং করুণার উপর জোর দিয়েছিলেন।” তাঁর আদর্শ বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে শক্তি জোগায়। জৈন সম্প্রদায় তাঁর শিক্ষা সুন্দরভাবে সংরক্ষণ করেছে এবং জনপ্রিয় করেছে। ভগবান মহাবীরের দ্বারা অনুপ্রাণিত হয়ে, তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং সামাজিক কল্যাণে অবদান রেখেছে।”

জৈন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল মহাবীর জয়ন্তী। ভারত সহ সারা বিশ্বে উপস্থিত জৈন সম্প্রদায় এই বছর মহাবীর জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। এই উৎসবটি জৈন ধর্মের ভগবান মহাবীরের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, মহাবীর জয়ন্তী চৈত্র মাসের ১৩ তম দিনে পালিত হয়, যা প্রতি বছর পরিবর্তিত হয়। এবছর এটি এপ্রিল মাসের ১০ তারিখে পালিত হচ্ছে।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News