Friday, August 29, 2025
HomeJust Inপ্রেম মানেনি পরিবার, আত্মহত্যার চেষ্টা ঋষভ পন্থের প্রাণ বাঁচানো যুবকের

প্রেম মানেনি পরিবার, আত্মহত্যার চেষ্টা ঋষভ পন্থের প্রাণ বাঁচানো যুবকের

ওয়েব ডেস্ক: ভ্যালেটাইন্স ডের আগের দিন প্রেমের এক করুণ ঘটনা সামনে এল। ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। দিল্লি থেকে উত্তরাখণ্ডে যাওয়ার পথে রুরকির কাছে গাড়ি দুর্ঘটনায় ভয়ঙ্কর অবস্থা থেকে জীবনে ফেরেন পন্থ। ২০২২ সালের সেই ঘটনায় তাঁকে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করেছিলেন রজতকুমার নামে এক যুবক। সারা দেশের নজরে এসেছিলেন রজত। ডিভাইডারে ধাক্কা মেরে পন্থের গাড়িটিতে আগুন ধরে যায়। বাড়িতে প্রেমিকার সঙ্গে বিয়ে না মেনে নেওয়ায় রজত ও তাঁর প্রেমিকা বিষ পান করেন। ঘটনায় মৃত্যু হয়েছে রজতের প্রেমিকা নিশা কুমারীর। উত্তরপ্রদেশের বুচ্চা বস্তিতে গত ৯ ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে। রজতের প্রেমিকা মনু কাশ্যপের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রজত।

জানা গিয়েছে, দুজনের বাড়িতে এই সম্পর্ক মেনে নেয়নি। জাতিগত সমস্যার জন্য এটা হয়। দুজনের বাড়িতেই অন্যজনের সঙ্গে বিয়ে ঠিক করে। সেই প্রেক্ষিতে ওই ঘটনা। মনু কাশ্যপের পরিবার অবশ্য এই ঘটনার জন্য রজতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রকল্প থেকে পিছু হটার জের, শেয়ার বাজারে ধাক্কা আদানি গোষ্ঠীর

দেখুন অন্য খবর: 

Read More

Latest News