আগামীকাল ভিকি কৌশলের (Vicky Kaushal) ‘ছাবা’ মুক্তি (Chhaava Release) পেতে চলেছে। তার আগে প্রয়াগরাজে(Mahakumbha) ভিকি কৌশল। এই ছবির জন্য তিনি প্রচার ২৫ কিলো ওজন বাড়িয়েছেন। রেখেছেন এক মুখ দাড়ি। ছবিতে ছত্রপতি সম্ভাজী মহারাজের (Sambhaji Maaraj) ভূমিকায় তাঁকে দেখা যাবে। ছত্রপতি শিবাজীর পুত্র সাহসী যোদ্ধা ছিলেন ছত্রপতি সম্ভাজি।
তাঁর বিপরীতে দেখা যাবে রাশ্মিকা মান্দানাকে(Rashmika Mandana)। কয়েকদিন আগেই রাশমিকাকে নিয়ে পাঞ্জাবের স্বর্ণমন্দ মন্দিরে গিয়েছিলেন অভিনেতা। আজ কালো পোশাকে সঙ্গমের পথে রওনা দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন,’আমি দীর্ঘদিন থেকেই অপেক্ষা করছিলাম প্রয়াগরাজে আসার। ভীষণ ভালো লাগছে মহাকুম্ভের অংশ হতে পেরে।
প্রসঙ্গত ভিকি এই ছবির জন্য নিজেকে বহুদিন ধরে তৈরি করেছেন। ওজন বাড়ানো ছাড়াও হাতি ও ঘোড়ায় চড়া শিখেছেন। প্রায় ছয় মাস ধরে অনুশীলনের মাধ্যমে তিনি শারীরিকভাবে নিজেকে বদলে ফেলেছেন। এমনকি শুটিং চলাকালীন তাকে যথেষ্ট খসরাত করতে হয়েছে। শুটিংয়ে একটা গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে তার হাত অবশ হয়ে মারাত্মক চোট পেয়েছিলেন। তারপর প্রায় এক মাস শুটিং করতে পারেননি। সেই জন্যই ছবি মুক্তির প্রাক্কালে প্রচারের ময়দানে পূর্ণদামে নেমেছেন ‘সম্ভাজি’। গত বুধবার সিদ্ধিবিনায়কের পর এবার তিনি প্রয়াগরাজে। তার সঙ্গে রয়েছেন ছবির প্রযোজক দীনেশ বিজন।
জিকির পরনে ছিল কালো শার্ট,চোখে সানগ্লাস। ভিকিকে নৌকোবিহারে ও দেখা গেল। অন্য স্নান করে ‘ছাবা’র ব্লকবাস্টার হওয়ার মানত করে মুম্বই ফিরবেন ভিকি।
‘ছাবা’র সাফল্য কামনায় এবার মহাকুম্ভে পূণ্যস্নান ভিকির
'আমি দীর্ঘদিন থেকেই অপেক্ষা করছিলাম প্রয়াগরাজে আসার'
Follow Us :