Saturday, August 23, 2025
HomeScrollমহাকুম্ভ নিয়ে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

মহাকুম্ভ নিয়ে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

ওয়েব ডেক্স: আজ থেকে শুরু কুম্ভমেলা (Maha Kumbh Mela 2025)। টানা ৪৫ দিন ধরে চলবে এই ঐতিহাসিক মেলা। সোমবার মহাকুম্ভ পূর্ণিমা। গঙ্গা, যমুনা, সরস্বতী ও যমুনার ‘ত্রিবেণী সঙ্গম’-এর জলে পুণ্যস্নান দিয়ে শুরু হল উৎসব। দেশ-বিদেশ থেকে আসেন লক্ষ লক্ষ ভক্ত। ফুলের সাজে সেজে ওঠে প্রয়াগরাজ। ধূপের গন্ধে ছেয়ে যায় চারদিক। বিশেষ দিনে ভক্তদের উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী?

আরও পড়ুন: জামা খুলে বাড়ি পাঠানো হল স্কুল ছাত্রীদের

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন,’ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধে যারা বিশ্বাস করেন, সেই কোটি কোটি মানুষের কাছে কুম্ভমেলার দিনটি অত্যন্ত গুরুত্ব৷ অসংখ্য মানুষের বিশ্বাস, ভক্তি ও সংস্কৃতির পবিত্র মেলবন্ধন হল মহাকুম্ভ৷ আজ থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হল ঐতিহাসিক এই মেলা৷’

তিনি আরও লেখেন,’প্রয়াগরাজে ভক্তদের ভিড় দেখে আমি আপ্লুত৷ ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করতে ভিড় জমিয়েছেন সকলে৷ সকলকে শুভেচ্ছা।’

প্রসঙ্গত, ১২ বছর অন্তর আয়োজিত হয় মহাকুম্ভ। এই মেলাকে ঘিরে রয়েছে রহস্য ও উপকথা। ঐতিহাসিক এই মেলাকে ঘিরে ভক্তদের আবেগ অন্য মাত্রায়। চলতি বছর প্রায় ৩৫ কোটি ভক্তের সমাগম হতে চলেছে এই মেলায়। শনিবাড় থেকে স্নানযাত্রা শুরু করেছেন ভক্তরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News