Sunday, August 24, 2025
HomeScroll‘মাতৃত্ব’ ও ‘ডিউটি’, দিল্লি স্টেশনে কর্তব্যে অবিচল RPF মহিলা কনস্টেবল

‘মাতৃত্ব’ ও ‘ডিউটি’, দিল্লি স্টেশনে কর্তব্যে অবিচল RPF মহিলা কনস্টেবল

নয়াদিল্লি: পরনে আরপিএফের (RPF) পোশাক। সামনে শক্ত করে বেবি ক্যারিয়ার ব্যাগে রয়েছে সদ্যোজাত। নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। আর RPF মহিলা কনস্টেবল ডিউটি পালন করে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় এই আরপিএফ মহিলার ভিডিও ভাইরাল রয়েছে। সেখানে একদিকে তাকে মায়ের দায়িত্ব অপর তাঁকে ডিউটি পালন করতে দেখা গেছে।

একা হাতেই সেই দুই কর্তব্যই সমানতালে পালন করছেন এই মহিলা আরপিএফ কনস্টেবল  (RPF Constable) 

নয়াদিল্লি (Delhi) রেলওয়ে স্টেশনে (Rail Station) পদপিষ্টের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা (Security) জোরদার করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিট (Platform Ticket)। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনও প্ল্যাটফর্ম টিকিট দেওয়া হবে না। এই অবস্থায় আজ সোমবারও দিল্লি স্টেশনে ভিড় যাত্রীদের। আর সেই যাত্রী সামলে চলেছেন মহিলা আরপিএফ কনস্টেবল।

আরও পড়ুন: নিরাপত্তা বাড়ল দিল্লি স্টেশনে, ২৬ তারিখ পর্যন্ত কোনও প্ল্যাটফর্ম টিকিট নয়

ওই মহিলা কনস্টেবলের নাম রীনা (Reena)। নিজের শরীরের সঙ্গে শক্ত করে বাধা রয়েছে তার সদ্যোজাত সন্তান। আর অন্য হাতে ধরা রয়েছে লাঠি। আরপিএফ পোশাকে তিনি যাত্রীদের নিরাপত্তার দিকে খেয়াল রাখছেন।

রীনার এই ভিডিয়ো ভাইরাল হতেই অধিকাংশ প্রশংসা করলেও আবার বহু নেটিজেনের বক্তব্য, এই ধরনের বিপদজনক পরিস্থিতির মধ্যে একরত্তিকে আনা ঠিক হয়নি। আবার  বহু নেটিজেন লিখেছেন, মহিলা অফিসারের কাজের প্রতি নিষ্ঠাকে শ্রদ্ধা জানাই।

পরনে আরপিএফের পোশাক। সামনে শক্ত করে বেবি ক্যারিয়াগ ব্যাগে রাখা রয়েছে সদ্যোজাত। আর তিনি ডিউটি পালন করে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় এই আরপিএফ মহিলার ভিডিও ভাইরাল রয়েছে। সেখানে একদিকে তাকে মায়ের দায়িত্ব অপর তাঁকে ডিউটি পালন করতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটে। ১৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারা। এরা মহাকুম্ভে যাওয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। হঠাৎ একটি ঘোষণা কুম্ভগামী ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তন করে, আর যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তার পরেও দিল্লি স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News