Wednesday, October 15, 2025
HomeScrollনীতীশের দল চালাচ্ছে BJP! ভোটের আগে বিস্ফোরক মন্তব্য তেজস্বীর
Tejashwi Yadav

নীতীশের দল চালাচ্ছে BJP! ভোটের আগে বিস্ফোরক মন্তব্য তেজস্বীর

BJP-র হাতে বিক্রি হয়েছেন ৩ JD(U) নেতা, দাবি লালুপুত্রর

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে সরগরম বিহারের (Bihar) রাজনীতি। এর মাঝে মনোনয়ন জমা করে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও বিজেপিকে (BJP) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড-এর নিয়ন্ত্রণ নিয়েই এবার তিনি ফাটালেন বোমা। তেজস্বীর অভিযোগ, নীতীশ কুমার এখন শুধুই নামমাত্র মুখ্যমন্ত্রী, আসলে দল ও সরকারের রাশ এখন অন্যদের হাতে।

তেজস্বীর দাবি, “নীতীশ কুমার এখন ছায়ামাত্র। জেডিইউ চালাচ্ছেন তিন উচ্চবর্ণের নেতা— সঞ্জয় ঝা, লালন সিং এবং বিজয় চৌধুরী। এঁরা সবাই বিজেপির হাতে বিক্রি হয়ে গিয়েছেন। নীতীশ কুমারকে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হচ্ছে, যাতে বিজেপি জেডিইউয়ের ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারে।”

আরও পড়ুন: রাজনীতিতে পা দিয়েই BJP-র টিকিটে প্রার্থী হলেন জনপ্রিয় গায়িকা

বিহারের বিরোধী দলনেতা অভিযোগ করেন যে, জেডিইউ-এর এই তিন নেতাই এখন সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রশাসনিক পদক্ষেপ পর্যন্ত এখন তাঁদের হাতেই। এমনকি সরকারের কাজও চলছে মূলত আমলাদের মাধ্যমে। এখন বিহারে নীতীশ কুমারের সরাসরি ভূমিকা ন্যূনতম বলে বিস্ফোরক দাবি করেছেন লালুপুত্র।

এই অবস্থায়, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বিগত কয়েকমাস ধরে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবনতি নিয়ে গুঞ্জন রয়েছে। তাঁর জনসভায় উপস্থিতি কমেছে, দলীয় বৈঠকেও নীতীশকে খুব একটা সক্রিয় দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটেই তেজস্বীর অভিযোগ নতুন মাত্রা পেল।

তবে জেডিইউ নেতারা তেজস্বীর অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। দলের এক মুখপাত্রের বক্তব্য, “নীতীশ কুমার সম্পূর্ণ সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে সরকার ও দল পরিচালনা করছেন। বিজেপির সঙ্গে আমাদের সম্পর্কও জোটসঙ্গীর মতোই স্বচ্ছ।”

দেখুন আরও খবর:

Read More

Latest News