Monday, December 8, 2025
HomeScrollসংযত হতে হবে ৩ রাশিকে, টাকা খরচ হবে হু হু করে
Zodiac Sign

সংযত হতে হবে ৩ রাশিকে, টাকা খরচ হবে হু হু করে

৭ থেকে ১৩ ডিসেম্বর একটু সাবধানে থাকতে হবে

ওয়েবডেস্ক- ২০২৫ শেষ হতে চলল। একদম শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস চলছে। একাধিক ভালো মন্দ মিশিয়ে আরও একটি বছরের প্রতীক্ষায়।

ডিসেম্বর মাস উৎসের মরশুম, কারণ একদিকে শীতের আমেজ আর অপরদিকে আসছে ২৫ ডিসেম্বর। যা সকলের কাছেই প্রিয় বড় দিন। ৭ থেকে ১৩ ডিসেম্বর (7 to 13 December)  একটু সাবধানে থাকতে হবে এই তিন রাশিকে (Zodiac Sign) , সংযত হতে হবে। বেহিসেবি খরচ করলেই পকেট গড়ের মাঠ হবে।

কর্কট – এই সপ্তাহটি মিশ্র পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। বিবেচনা না করে টাকা খরচ করলে সমস্যায় পড়তে হতে পারে। সঞ্চয় কম হবে। সপ্তাহান্তে কাজের চাপ বাড়বে। হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নেবেন না। কেরিয়ার সম্পর্কিত আবেগ এড়িয়ে চলুন। স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। জ্বর-সর্দি-কাশি আপনাকে ভোগাতে পারে।

 

সিংহ- এই সপ্তাহটি কিছুটা অনুকূল ও প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাবে। কর্মক্ষেত্রে অহেতুক ঝুট-ঝামেলা এড়িয়ে চলুন। আয়ের থেকে ব্যয় বেশি হবে, তাই সংযত থাকুন। শরীর আপনাকে ভোগাতে পারে। আবেগ বা তাড়াহুড়ো করে কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত সিদ্ধান্ত নেবেন না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। বিবাহিত জীবন স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন-  বছরের শেষে একাধিক শুভ যোগ, তিন রাশির জীবনে বড় পরিবর্তন

 

কন্যা- সপ্তাহের শুরু টা হবে কিছুটা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে। কর্মক্ষেত্রে কোনও কারণে জটিলতা বাড়তে পারে। কোনও কারণেই কারুর সঙ্গে বাগ বিতণ্ডায় জড়াবেন না। মানসিক অবস্থা কোনও কারণে অস্থির হতে পারে। কোনও চ্যালেঞ্জ আসতে পারে, তবে ভয়ে পিছিয়ে আসবেন না। শরীরের দিকে খেয়াল রাখুন, মাইগ্রেনের সমস্যা ভোগাতে পারে। যে কোনও পরিস্থিতিতে জীবনসাথীর কাছ থেকে পুরো সমর্থন পাবেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

Read More

Latest News