Sunday, November 2, 2025
HomeScrollদাসপুরে গভীর রাতে ভেঙে পড়ল দ্বিতল মাটির বাড়ি, প্রাণে রক্ষা ১১ জনের
West Midnapore

দাসপুরে গভীর রাতে ভেঙে পড়ল দ্বিতল মাটির বাড়ি, প্রাণে রক্ষা ১১ জনের

ঘটনাটি ঘটেছে দাসপুর থানার রানাপুর এলাকায়

পশ্চিম মেদিনীপুর: গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি দ্বিতল মাটির বাড়ি। অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের ১১ সদস্য। ঘটনাটি ঘটেছে দাসপুর (Daspur) থানার রানাপুর এলাকায় (District news)।

পরিবারের সদস্যরা জানান, সবাই ঘুমিয়ে থাকার সময় আচমকা ভেঙে পড়ে মাটির বাড়িটি। কোনওভাবে তারা প্রাণে বেঁচে গেলেও মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন। বর্তমানে ভাঙা বাড়ির এক পাশে কোনোরকমে আশ্রয় নিয়েছেন পরিবারের সকলে।

আরও পড়ুন: মুরগির দানার কারখানা নিয়ে সমস্যায় মাল্লাগুড়ির বাসিন্দারা, দেখুন কী অবস্থা

ঘটনার পর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে, তবে সরকারি সাহায্য কবে মিলবে তা নিয়ে অনিশ্চয়তায় পরিবার।

দেখুন আরও খবর: 

Read More

Latest News