কলকাতা: ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে গত কয়েকদিন আগেই নির্বাচন কমিশনারের (Election Commission) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার রেশ কাটতে না কাটতেই গত শুক্রবার বারুইপুরের সভামঞ্চে কার্যত ‘ভূত’ হাজির করে কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন তিনি। ‘ভূত’ বলতে, নির্বাচন কমিশনের খাতায় যাঁদের মৃত হিসেবে নথিভুক্ত করা হয়েছে, এমন তিন জন জীবিত ভোটারকে মঞ্চে তুলে ধরেন অভিষেক। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় প্রবল বিতর্ক।
ঘটনার পরপরই তড়িঘড়ি বিস্তারিত রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। বিএলও (বুথ লেভেল অফিসার) এবং ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-এর কাছে রিপোর্ট চাওয়া হয়। কমিশন সূত্রে খবর, তিন দিনের মধ্যেই সেই রিপোর্ট জমা পড়েছে। সেখানে জানানো হয়েছে, ওই তিন জনের ক্ষেত্রেই অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছে। শুধু তাই নয়, ইআরও-র রিপোর্টেও একই কথা উল্লেখ রয়েছে বলে কমিশন সূত্রে দাবি।
আরও পড়ুন: মেদিনীপুরে কামব্যাক দিলীপের! কী বললেন শুনুন…
উল্লেখ্য, বছরের দ্বিতীয় দিন বারুইপুরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তৃতার মাঝেই মঞ্চে তিন জনকে হাজির করান তিনি। তাঁদের মধ্যে দু’জন পুরুষ, মনিরুল মোল্লা ও হরেকৃষ্ণ গিরি। তৃতীয় জন এক মহিলা, যাঁর নাম মায়া দাস বলে জানান অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদের অভিযোগ ছিল, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন এই তিন জনকে মৃত ঘোষণা করেছে। তিনি আরও দাবি করেন, শুধু এই তিন জনই নন, দক্ষিণ ২৪ পরগনায় এমন আরও ২৪ জন ভোটার রয়েছেন, যাঁদের মৃত দেখানো হয়েছে কমিশনের খাতায়।
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে। পরিস্থিতির গুরুত্ব বুঝে কমিশন দ্রুত রিপোর্ট চায়। সেই রিপোর্টে জানানো হয়েছে, মনিরুল মোল্লা ও হরেকৃষ্ণ গিরির ক্ষেত্রে বুথে তৈরি বাদ দেওয়ার তালিকায় তাঁদের নাম ছিল না। পরে ওয়েবসাইটে নাম বাদ পড়ার বিষয়টি নজরে আসে। বিষয়টি সামনে আসতেই বিএলও তাঁদের বাড়িতে যান এবং ফর্ম-৬ পূরণ করে নতুন করে নাম তোলার আবেদন করা হয়।
কমিশন সূত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনেক আগেই মনিরুল ও হরেকৃষ্ণের ফর্ম-৬ জমা দেওয়া হয়েছিল। অর্থাৎ, সংশোধনের প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। তবে কমিশনের রিপোর্টে ‘অনিচ্ছাকৃত ভুল’-এর কথা উঠে আসায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও তদারকি নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।






