ওয়েব ডেস্ক: বলিউড অভিনেতা গোবিন্দা হাসপাতালে ভর্তি (Govinda Admitted Hospital)। নিজের বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যান। মঙ্গলবার গভীর রাতের ঘটনা ,সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের জুহুর এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোবিন্দা (Govinda) কে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়েছে। গত বছরে দুর্ঘটনাবশত অভিনেতার নিজের রিভলভারের গুলিতে গুরুতর ভাবে আহত হয়েছিলেন।সূত্রের খবর,অভিনেতার বিভিন্ন প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হচ্ছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)। আজই ছাড়া পেয়ে বাড়িতে গিয়েছেল। হাসপাতালে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra) ও। আর এবার, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা গোবিন্দ (Govinda)। সোমবার রাতেই ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে এসেছিলেন গোবিন্দ (Govinda Hospitalized)। সেই সময়ে তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ। তবে গতকাল রাতে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে, হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে, বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বাড়িতেই অজ্ঞান হয়ে যান তিনি। জুহু-র ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে গোবিন্দকে। অভিনেতার অসুস্থতার (Govinda admitted to hospital) খবর শুনে উদ্বিগ্ন অনুরাগীরা।
আরও পড়ুন: মৃত্যুর গুজব উড়িয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ধর্মেন্দ্র
গোবিন্দের ঘনিষ্ঠ বন্ধু ও আইনি উপদেষ্টা ললিত বিন্দল জানান, “মঙ্গলবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গোবিন্দাজি। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলি, তাঁকে ওষুধ দেওয়া হয়। কিন্তু তারপরও অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। ললিত বিন্দল জানিয়েছেন, গোবিন্দার শারীরিক অবস্থা এখন আপাতত স্থিতিশীল। তাঁর একাধিক মেডিক্যাল টেস্ট হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। তাই ঠিক কী কারণে গোবিন্দ অজ্ঞান হয়ে পড়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
অন্য খবর দেখুন







