নয়াদিল্লি: ‘মন কি বাত’ -(Man ki Baat)এর ১২০ তম পর্ব থেকে সম্প্রীতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi)। ১২০ তম পর্ব থেকে উৎসব বিভিন্ন ধর্মের হলেও সেটি দেশের ঐক্যকেই তুলে ধরে বলে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। চৈত্র নবরাত্রিতে (Chaitra Navratri) দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর। ১৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে, দেশের বিভিন্ন স্থান উৎসবমুখর হয়ে উঠবে। তার মানে এই পুরো মাসটি উৎসবের। দেশবাসীকে আমার আন্তরিক অভিনন্দন।
এদিকে দেশের অপর প্রান্তে যখন জাতীয় শিক্ষানীতিতে (National Education Policy) বাধ্যতামূলক তিন ভাষা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখনই মন কি বাত থেকে ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: এবার সন্তানের যত্নে একক পিতারাও পাবেন Child Care Leave, ঘোষণা অসম সরকারের
প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষায় তিনি চিঠি পেয়েছেন ভারতীয় নববর্ষ উদ্যাপনের। এই উৎসবগুলিই প্রমাণ করে দেয়, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য রয়েছে।
মোদি বলেন, ‘‘বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাত থেকে আমি এই উৎসবের শুভ কামনা জানানো চিঠি পেয়েছি। আপনারা বুঝতেই পারছেন, চিঠিগুলি বিভিন্ন ভাষায় লেখা হয়েছে। সেই অনুভূতিই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।
নববর্ষের সূচনা হল। আর কয়েক দিনের মধ্যেই বিভিন্ন রাজ্যে নববর্ষ আসবে। এই বার্তাগুলি আসতে শুরু করেছে নববর্ষ এবং বিভিন্ন উৎসবের। আর সেই কারণে বিভিন্ন ভাষাভাষির মানুষ আমাকে বিভিন্ন ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন।
দেখুন অন্য খবর: