Friday, October 17, 2025
HomeScrollসাঁইথিয়ার ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে অনুব্রত, শতাব্দী
Birbhum

সাঁইথিয়ার ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে অনুব্রত, শতাব্দী

তৃণমূলের বিজয়া সম্মেলনে উপস্থিত অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায়

বীরভূম: সাঁইথিয়ার (Saithia) ভবানীপুরে (Bhawanipur) শুক্রবার তৃণমূল কংগ্রেসের (TMC) উদ্যোগে আয়োজিত হয় বিজয়া সম্মেলন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy), এবং জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: রানাঘাটে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য

সম্মেলনে দলের ভবিষ্যৎ কর্মসূচি, সাংগঠনিক জোরদার এবং আসন্ন রাজনৈতিক লড়াইকে সামনে রেখে কৌশল নিয়ে আলোচনা হয়। বক্তৃতায় অনুব্রত মণ্ডল দলের ঐক্য ও শৃঙ্খলার ওপর জোর দেন এবং বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সংগ্রামী ভূমিকা তুলে ধরেন।

শতাব্দী রায় বলেন, “দিদির উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বীরভূম সবসময়ই তৃণমূলের দুর্গ ছিল, থাকবে।” স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে ভবানীপুরের বিজয়া সম্মেলন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News